Ajker Patrika

পচনশীল পণ্য রপ্তানিতে শঙ্কা

রোকন উদ্দীন, ঢাকা
পচনশীল পণ্য রপ্তানিতে শঙ্কা

ভারতের মধ্য দিয়ে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ায় শুধু তৈরি পোশাক খাত নয়, সংকটে পড়তে যাচ্ছে দেশের কৃষিভিত্তিক রপ্তানি খাতও। বিশেষ করে ফল, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য রপ্তানিকারকেরা আশঙ্কা করছেন, তৈরি পোশাক এখন বিমানে রপ্তানি হওয়ায় কার্গো বিমানে চাপ অনেক বাড়বে। এতে এসব পচনশীল পণ্য পাঠাতে আরও ভোগান্তিতে পড়তে হবে।

বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের রপ্তানিকারকেরা জানান, দেশে এখনো নিজস্ব কোনো সরকারি কার্গো বিমান নেই। ফলে সবজি, ফল, শুকনো খাদ্যপণ্যসহ অধিকাংশ পণ্য যাত্রীবাহী বিমানের কার্গো হোল্ডে রপ্তানি করা হয়। কিন্তু লাগেজ রাখার পর অবশিষ্ট জায়গায় পণ্য পরিবহন হওয়ায় নিয়মিতভাবে জায়গা পাওয়া কঠিন। বিশেষ করে পচনশীল পণ্যের ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষার কারণে নষ্ট হওয়ার ঝুঁকি বেশি। এ ছাড়া যাত্রীবাহী ফ্লাইটগুলো সাধারণত আরএমজি ও শুকনো পণ্যকে অগ্রাধিকার দেয়। পচনশীল পণ্য হলে সহজে তারা নিতে চায় না। শুধু বাড়তি জায়গা থাকলে শাকসবজি ও ফল নেওয়া হয়; যার কারণে পচনশীল পণ্যের রপ্তানি আরও বাধাগ্রস্ত হয়।

এ বিষয়ে বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এমনিতেই যাত্রীবাহী বিমানের ফাঁকা জায়গায় পণ্য পাঠাই। সেখানে নিয়মিত স্থান পাওয়া যায় না। এখন যদি তৈরি পোশাকের মতো পণ্য যুক্ত হয়, তাহলে আমরা আরও অবহেলিত হব। কারণ, স্বাভাবিকভাবেই তারা আরএমজিকে প্রাধান্য দেবে। আর এই প্রতিযোগিতায় খরচও বাড়বে।’

এস এম জাহাঙ্গীর বলেন, ‘পচনশীল পণ্য সময়মতো পাঠানো না গেলে নষ্ট হয়ে যায়। খরচও বাড়ে। তাই দীর্ঘদিন ধরে আমরা নিজস্ব কার্গো ফ্লাইটের দাবি জানিয়ে আসছি। এখন সেই প্রয়োজন আরও জরুরি হয়ে উঠেছে। দেখা যাক, সরকার কী পদক্ষেপ নেয়।’

বিমানের সংকটে বাড়ছে প্রতিযোগিতা

বাংলাদেশ থেকে যেসব তৈরি পোশাক আগে ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন দেশে যেত, এখন সেগুলো সরাসরি দেশের বিমানবন্দর থেকে পাঠাতে হবে। প্রতি মাসে প্রায় ২ হাজার ৫০০ টন পোশাক ভারত হয়ে রপ্তানি হতো। এ পরিমাণ পণ্য বিমানবন্দরে যুক্ত হলে যাত্রীবাহী বিমানের কার্গো হোল্ডে স্থানসংকট আরও প্রকট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Capture

ফলের মৌসুমে রপ্তানি সর্বোচ্চে

বাংলাদেশ থেকে নিয়মিতভাবে প্রতি মাসে প্রায় ২ হাজার ৫০০ টন সবজি ও অন্যান্য পচনশীল পণ্য রপ্তানি হয় এবং আম-কাঁঠালের মৌসুমে প্রতি সপ্তাহে ১ থেকে ১ হাজার ৫০০ টন পর্যন্ত বাড়ে। অর্থাৎ মৌসুমে রপ্তানি হয় মাসে প্রায় ৬ হাজার টন। এই সময়ে যদি কার্গো হোল্ডের সংকট আরও বাড়ে, তাহলে বিপাকে পড়বে কৃষিপণ্য রপ্তানি।

ট্রান্সশিপমেন্টে রপ্তানি হতো ৩৬ দেশে

বিজিএমইএ ও কাস্টমস সূত্রে জানা যায়, গত ১৫ মাসে ভারত হয়ে প্রায় ৩৫ হাজার টন তৈরি পোশাক বিশ্বের ৩৬টি দেশে রপ্তানি হয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ৪৬২ মিলিয়ন ডলার (৫ হাজার ৬০০ কোটি টাকা)। এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, চীনসহ উল্লেখযোগ্য সব গন্তব্য।

এসব পণ্যের মধ্যে রয়েছে মেয়েদের ব্লাউজ, ব্রিফ ও প্যান্টি, স্কার্ট ও কৃত্রিম ফাইবার দিয়ে তৈরি বিভক্ত স্কার্ট, ট্রাউজার্স ইত্যাদি। এ ছাড়া পুরুষ বা ছেলেদের ড্রেসিং গাউন, জ্যাকেট, পুলওভার, টি-শার্ট, সিঙ্গেলস, বিব ও ব্রেস ট্রাউজার্স, ব্রিচ, শর্টস, ছেলেদের ওভারকোট, গাড়ির কোট, ক্লোক সুতির অন্তর্বাস, ব্রিফ ইত্যাদি।

কার্গো ফ্লাইট সময়ের দাবি

বিশেষজ্ঞরা বলছেন, কৃষিপণ্য রপ্তানি টিকিয়ে রাখতে হলে দ্রুত সময়ে সরকারের নিজস্ব কার্গো বিমান চালুর উদ্যোগ নেওয়া দরকার। শুধু ভারত হয়ে যাওয়া পণ্যের বিকল্প ব্যবস্থা নয়, ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও এর ওপর নির্ভর করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত