নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তাঁর ছেলে শাফি মোদাচ্ছের খান এবং নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান এবং তাঁদের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবিবা জোহার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আজ বুধবার এ নির্দেশ জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তাঁর ছেলে শাফি মোদাচ্ছের খান; সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুসহ আটজনের ব্যাংক হিসাবের সব লেনদেনের তথ্য তলব করেছে বিএফআইইউ।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক চিঠিতে তাঁদের ব্যাংক হিসাব তলবের অনুরোধ জানানো হয়।
এদিকে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ভাই বিকেএমইএর সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁদের ও তাঁদের পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ–সংক্রান্ত নির্দেশনা–সংবলিত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। চিঠিতে তাঁদের ব্যাংক হিসাব জব্দ এবং হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
আরেক চিঠিতে বিএফআইইউ সেলিম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের কথা জানায়। সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান এবং তাঁদের সন্তান অনন্যা শারমিন, ফারহানা শারমিন ও রুমানা শারমিনের ব্যাংক হিসাব জব্দ ও তাঁদের হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাঁদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তাঁর ছেলে শাফি মোদাচ্ছের খান এবং নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান এবং তাঁদের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবিবা জোহার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
আজ বুধবার এ নির্দেশ জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও তাঁর ছেলে শাফি মোদাচ্ছের খান; সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুসহ আটজনের ব্যাংক হিসাবের সব লেনদেনের তথ্য তলব করেছে বিএফআইইউ।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক চিঠিতে তাঁদের ব্যাংক হিসাব তলবের অনুরোধ জানানো হয়।
এদিকে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ভাই বিকেএমইএর সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁদের ও তাঁদের পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ–সংক্রান্ত নির্দেশনা–সংবলিত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। চিঠিতে তাঁদের ব্যাংক হিসাব জব্দ এবং হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
আরেক চিঠিতে বিএফআইইউ সেলিম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের কথা জানায়। সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান এবং তাঁদের সন্তান অনন্যা শারমিন, ফারহানা শারমিন ও রুমানা শারমিনের ব্যাংক হিসাব জব্দ ও তাঁদের হিসাবের তথ্য দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাঁদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
১৮ ঘণ্টা আগেচলতি মাসে উচ্চপর্যায়ের একটি জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলে জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশটির রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর
১ দিন আগেবিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। বিশালাকার এই অ্যাকাউন্টিং ফার্মটির কর্তাব্যক্তিদের মতে, ছোট, ঝুঁকিপূর্ণ বা অলাভজনক বিবেচিত এক ডজনের বেশি দেশে ব্যবসা বন্ধ করেছে। কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতেই তাদের এই পদক্ষেপ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল...
১ দিন আগেচলতি অর্থবছরের মাত্র তিন মাস বাকি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এখনো খরচ করা বাকি রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট সংশোধিত এডিপির...
১ দিন আগে