নিজস্ব প্রতিবেদক ঢাকা
পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন শুরু হয়েছে আজ শনিবার সকাল ১০টা থেকে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
তবে নির্বাচনের পরিবেশ সুন্দর হলেও ভোট গণনা নিয়ে আগেই সন্দেহ পোষণ করেছে ফোরাম। অন্যদিকে সম্মিলিত পরিষদ বলছে, ভোটের পরিবেশ ভালো রয়েছে। এখানে কোনো প্রভাব বিস্তারের কিছু হচ্ছে না।
একই দিনে চট্টগ্রাম অঞ্চলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে খুলশীর স্থানীয় অফিসে। ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ৭০ জন প্রার্থী।
ফোরাম প্যানেল লিডার ফয়সাল সামাদ বলেন, ‘সকালের দিকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেটা নিয়ে এখন আর বলতে চাই না। তবে এখন ভোটের পরিবেশ ভালো রয়েছে। এভাবে ভোট গ্রহণ চললে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘তবে ভোট গণনা নিয়ে সংশয় রয়েছে। সেখানে প্রভাব বিস্তারের শঙ্কা রয়েছে। নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিলে সেখানেও সুষ্ঠু পরিবেশ থাকবে। আমরা চাই ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়ে আসুক।’
ফোরাম থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. খায়ের মিয়া অভিযোগ করে বলেন, ‘সকাল পৌনে ১০টার দিকে আমাদের ভোটারদের এলোপাতাড়ি মারধর করা হয়। মেইন গেটের বাইরে তাঁদের মারধর করে পার্শ্ববর্তী শান্তা মারিয়াম ইউনিভার্সিটি পর্যন্ত সরিয়ে দেওয়া হয়। পরে ভোটের পরিবেশ ফিরে আসে।’
অন্যদিকে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস এম মান্নান কচি বলেন, ‘ভোটের পরিবেশ খুবই সুন্দর রয়েছে। এখানে কোনো বহিরাগত নেই। ভালো পরিবেশ রয়েছে, আমাদের প্রার্থীও পরীক্ষিত। আশা করি পুরো প্যানেলে জয়ী হব।’
একই কথা জানান সম্মিলিত পরিষদের সদস্যসচিব সালাম মুর্শেদী। তিনি বলেন, ‘এখানে মারধরের কোনো ঘটনা আমার চোখে পড়েনি। আমরা নির্বাচনে এসেছি, দিন শেষে সবাই ব্যবসায়ী। সবাই আমরা একে অপরের সহযোগী।’
এদিন ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনে ২ হাজার ৪৯৮ জন ভোটার রয়েছেন, যার মধ্যে ঢাকায় ২ হাজার ৩২ জন এবং চট্টগ্রামে ৪৬৪ জন ভোটার। নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর সংগঠনের সভাপতি এবং প্রথম সহসভাপতি, সিনিয়র সহসভাপতি এবং দুজন সহসভাপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। তাদের মনোনয়ন বাছাই শেষে ১৯ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন।
সাধারণত নির্বাচনের দিনই নেতা নির্বাচন চূড়ান্ত হয়। নেতা নির্বাচন নিয়ে আপত্তি থাকলে আপিলের সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে আপিল নিষ্পত্তির পর ২৮ মার্চ চূড়ান্ত ফল ঘোষণা করা হবে, যারা ২০২৪-২৬ মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করবে।
পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন শুরু হয়েছে আজ শনিবার সকাল ১০টা থেকে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
তবে নির্বাচনের পরিবেশ সুন্দর হলেও ভোট গণনা নিয়ে আগেই সন্দেহ পোষণ করেছে ফোরাম। অন্যদিকে সম্মিলিত পরিষদ বলছে, ভোটের পরিবেশ ভালো রয়েছে। এখানে কোনো প্রভাব বিস্তারের কিছু হচ্ছে না।
একই দিনে চট্টগ্রাম অঞ্চলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে খুলশীর স্থানীয় অফিসে। ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ৭০ জন প্রার্থী।
ফোরাম প্যানেল লিডার ফয়সাল সামাদ বলেন, ‘সকালের দিকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেটা নিয়ে এখন আর বলতে চাই না। তবে এখন ভোটের পরিবেশ ভালো রয়েছে। এভাবে ভোট গ্রহণ চললে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘তবে ভোট গণনা নিয়ে সংশয় রয়েছে। সেখানে প্রভাব বিস্তারের শঙ্কা রয়েছে। নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিলে সেখানেও সুষ্ঠু পরিবেশ থাকবে। আমরা চাই ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়ে আসুক।’
ফোরাম থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. খায়ের মিয়া অভিযোগ করে বলেন, ‘সকাল পৌনে ১০টার দিকে আমাদের ভোটারদের এলোপাতাড়ি মারধর করা হয়। মেইন গেটের বাইরে তাঁদের মারধর করে পার্শ্ববর্তী শান্তা মারিয়াম ইউনিভার্সিটি পর্যন্ত সরিয়ে দেওয়া হয়। পরে ভোটের পরিবেশ ফিরে আসে।’
অন্যদিকে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস এম মান্নান কচি বলেন, ‘ভোটের পরিবেশ খুবই সুন্দর রয়েছে। এখানে কোনো বহিরাগত নেই। ভালো পরিবেশ রয়েছে, আমাদের প্রার্থীও পরীক্ষিত। আশা করি পুরো প্যানেলে জয়ী হব।’
একই কথা জানান সম্মিলিত পরিষদের সদস্যসচিব সালাম মুর্শেদী। তিনি বলেন, ‘এখানে মারধরের কোনো ঘটনা আমার চোখে পড়েনি। আমরা নির্বাচনে এসেছি, দিন শেষে সবাই ব্যবসায়ী। সবাই আমরা একে অপরের সহযোগী।’
এদিন ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনে ২ হাজার ৪৯৮ জন ভোটার রয়েছেন, যার মধ্যে ঢাকায় ২ হাজার ৩২ জন এবং চট্টগ্রামে ৪৬৪ জন ভোটার। নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর সংগঠনের সভাপতি এবং প্রথম সহসভাপতি, সিনিয়র সহসভাপতি এবং দুজন সহসভাপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। তাদের মনোনয়ন বাছাই শেষে ১৯ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন।
সাধারণত নির্বাচনের দিনই নেতা নির্বাচন চূড়ান্ত হয়। নেতা নির্বাচন নিয়ে আপত্তি থাকলে আপিলের সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে আপিল নিষ্পত্তির পর ২৮ মার্চ চূড়ান্ত ফল ঘোষণা করা হবে, যারা ২০২৪-২৬ মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করবে।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান নেন তাঁরা। অবস্থান কর্মসূচিতে শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা উপস্থিত ছিলেন। চাকরি পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বিনিয়োগের যেন ফোয়ারা বইছে। আজ বুধবার সকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সেই রেশ কাটতে না কাটতেই জানা যাচ্ছে, ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা যুক্তরাষ্ট্রে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
৪ ঘণ্টা আগেদেশের ব্যাংক খাতে এখন নগদ টাকার ঘাটতি নেই, ঘাটতি শুধু আস্থার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৫ সালের জুন শেষে নিট উদ্বৃত্ত তারল্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা চাহিদার প্রায় দ্বিগুণ। অথচ এই বিপুল অর্থ বাজারে প্রবাহিত হচ্ছে না।
১৩ ঘণ্টা আগেবিদ্যুৎ ও জ্বালানি খাতের লাভজনক সরকারি কোম্পানিগুলোকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত সোমবার রেলভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ-সংক্রান্ত করণীয় নির্ধারণে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি...
১৪ ঘণ্টা আগে