নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০ দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকা। এখন তা ৫০০ টাকা পর্যন্ত উঠেছে। অর্থাৎ বেড়েছে প্রায় ৩০০ টাকা। ক্রেতারা একে তুলনা করছেন ‘ঝাল বাড়ার’ সঙ্গে। আর বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে জোগান কম হওয়ায় দাম বাড়ছে।
আজ শুক্রবার রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার, হাতিরপুল ও মগবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
দাম হঠাৎ বাড়ার কারণ হিসেবে সেই বহু পুরোনো যুক্তিই দিচ্ছেন বিক্রেতারা। আর সেটা হলো, ‘জোগান কম’। আর এর সঙ্গে এবার যুক্ত করেছেন অতি বৃষ্টিকে।
জানতে চাইলে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শরিফ আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমে গেছে। তাই দামও বেড়েছে।
১০ দিন আগেও যে মরিচের দাম ছিল ২০০ টাকা, তা এখন ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে বলে তিনি জানান।
মরিচভেদে দামে কিছুটা হেরফের আছে জানিয়ে শরিফ বলেন, ‘বিন্দু মরিচ ৪৫০ টাকায় বিক্রি করছি। তবে ঝাল বেশি হওয়ায় কারেন্ট মরিচের চাহিদা বেশি। তাই দামও বেশি। এই মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।’
একই ভাষ্য মগবাজারের সবজি বিক্রেতা রাজীব মিয়ার। তিনি বলেন, ঈদের ছুটি থাকায় বাজারে কাঁচা মরিচ কম এসেছে। এর জন্য অবশ্য বৃষ্টিও কিছুটা দায়ী।
কিন্তু তাই বলে কাঁচা মরিচের এত দাম! বিষয়টি যেন মানতেই পারছেন না কারওয়ান বাজারে সবজি কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আল মামুন।
একরাশ হতাশা নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, কী বলব বলেন? জীবনেও শুনি নাই কাঁচা মরিচের কেজি ৫০০ টাকা। তবে একটু নরমগুলো ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।’
হাতিরপুলে বাজার করতে আসা গৃহিণী তাহমিনা বেগমও কাঁচা মরিচের এমন লাগাম ছাড়া দামে ভীষণ ক্ষুব্ধ। তার মতে, অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচা মরিচ। এমন অস্বাভাবিক দাম কোনোভাবেই মেনে নেয়া যায় না।
দাম বাড়ার সঙ্গে ঝাল বাড়ারও তুলনা করে তিনি বললেন, ‘আপনি লেখেন- মরিচের দাম নয়, ঝাল বেড়েছে। কারণ, ঝাল বাড়লে যেমন কম খেতে হয় তেমনি দাম বাড়ায় কম কিনতে হচ্ছে।’
সবজির বাজারে কিছুটা স্বস্তি
কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বাড়লেও সবজির বাজারে রয়েছে কিছুটা স্বস্তি। প্রায় সব সবজিই কেজিপ্রতি কমেছে ১০ থেকে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত।
করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, যা ঈদের ছুটির আগে ছিল ৮০ টাকা। এ ছাড়া পেঁপে ৩০ টাকা, ঢ্যাঁরস ৩৫ টাকা, কাঁকরোল ৪০ টাকা, বেগুন ৫০ টাকা এবং পোটল ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লেবু প্রতি ডজন ৪০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের দাম বাড়তি
কাঁচা মরিচ ছাড়া সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মাছের বাজারে রয়েছে অস্বস্তি। কারণ সেই পুরোনো অজুহাত জোগান কম থাকায় দাম কিছুটা বাড়তি। প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়, তবে জ্যান্ত রুই কিনতে আরও ৫০ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে।
বাগদা চিংড়ি ৭০০ ও গলদা ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে আইড়, চিতল, বেলে মাছ আকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়।
এ ছাড়া গরু ও খাসির মাংসের দামও কিছুটা বেড়েছে। প্রতি কেজি গরুর মাংস ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজিতে। আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা আর ব্রয়লার ৩৫০ থেকে ৩৭০ টাকায়।
১০ দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকা। এখন তা ৫০০ টাকা পর্যন্ত উঠেছে। অর্থাৎ বেড়েছে প্রায় ৩০০ টাকা। ক্রেতারা একে তুলনা করছেন ‘ঝাল বাড়ার’ সঙ্গে। আর বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে জোগান কম হওয়ায় দাম বাড়ছে।
আজ শুক্রবার রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার, হাতিরপুল ও মগবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
দাম হঠাৎ বাড়ার কারণ হিসেবে সেই বহু পুরোনো যুক্তিই দিচ্ছেন বিক্রেতারা। আর সেটা হলো, ‘জোগান কম’। আর এর সঙ্গে এবার যুক্ত করেছেন অতি বৃষ্টিকে।
জানতে চাইলে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শরিফ আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমে গেছে। তাই দামও বেড়েছে।
১০ দিন আগেও যে মরিচের দাম ছিল ২০০ টাকা, তা এখন ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে বলে তিনি জানান।
মরিচভেদে দামে কিছুটা হেরফের আছে জানিয়ে শরিফ বলেন, ‘বিন্দু মরিচ ৪৫০ টাকায় বিক্রি করছি। তবে ঝাল বেশি হওয়ায় কারেন্ট মরিচের চাহিদা বেশি। তাই দামও বেশি। এই মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।’
একই ভাষ্য মগবাজারের সবজি বিক্রেতা রাজীব মিয়ার। তিনি বলেন, ঈদের ছুটি থাকায় বাজারে কাঁচা মরিচ কম এসেছে। এর জন্য অবশ্য বৃষ্টিও কিছুটা দায়ী।
কিন্তু তাই বলে কাঁচা মরিচের এত দাম! বিষয়টি যেন মানতেই পারছেন না কারওয়ান বাজারে সবজি কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আল মামুন।
একরাশ হতাশা নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, কী বলব বলেন? জীবনেও শুনি নাই কাঁচা মরিচের কেজি ৫০০ টাকা। তবে একটু নরমগুলো ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।’
হাতিরপুলে বাজার করতে আসা গৃহিণী তাহমিনা বেগমও কাঁচা মরিচের এমন লাগাম ছাড়া দামে ভীষণ ক্ষুব্ধ। তার মতে, অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচা মরিচ। এমন অস্বাভাবিক দাম কোনোভাবেই মেনে নেয়া যায় না।
দাম বাড়ার সঙ্গে ঝাল বাড়ারও তুলনা করে তিনি বললেন, ‘আপনি লেখেন- মরিচের দাম নয়, ঝাল বেড়েছে। কারণ, ঝাল বাড়লে যেমন কম খেতে হয় তেমনি দাম বাড়ায় কম কিনতে হচ্ছে।’
সবজির বাজারে কিছুটা স্বস্তি
কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বাড়লেও সবজির বাজারে রয়েছে কিছুটা স্বস্তি। প্রায় সব সবজিই কেজিপ্রতি কমেছে ১০ থেকে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত।
করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, যা ঈদের ছুটির আগে ছিল ৮০ টাকা। এ ছাড়া পেঁপে ৩০ টাকা, ঢ্যাঁরস ৩৫ টাকা, কাঁকরোল ৪০ টাকা, বেগুন ৫০ টাকা এবং পোটল ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লেবু প্রতি ডজন ৪০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের দাম বাড়তি
কাঁচা মরিচ ছাড়া সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মাছের বাজারে রয়েছে অস্বস্তি। কারণ সেই পুরোনো অজুহাত জোগান কম থাকায় দাম কিছুটা বাড়তি। প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়, তবে জ্যান্ত রুই কিনতে আরও ৫০ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে।
বাগদা চিংড়ি ৭০০ ও গলদা ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে আইড়, চিতল, বেলে মাছ আকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়।
এ ছাড়া গরু ও খাসির মাংসের দামও কিছুটা বেড়েছে। প্রতি কেজি গরুর মাংস ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজিতে। আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা আর ব্রয়লার ৩৫০ থেকে ৩৭০ টাকায়।
বিদায়ী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন গত দুই দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত এডিপির আওতায় বরাদ্দ ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকা। অথচ শেষ পর্যন্ত খরচ হয়েছে মাত্র ১ লাখ ৫২ হাজার ৪৫০ কোটি, অর্থাৎ বাস্তবায়ন হার দাঁড়িয়েছে মাত্র ৬৭.৮৫ শতাংশ, যা ২০০৪-০৫ অর
৫ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন, জলাবদ্ধতা কিংবা লবণাক্ততা মোকাবিলায় দেশে পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়ছে। টেকসই উন্নয়ন ও সবুজ প্রবৃদ্ধিকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টেকসই ও সবুজ খাতে মোট ১,৭০৪ কোটি টাকা বেশি বিনিয়োগ করেছে।
৫ ঘণ্টা আগেদেশের রপ্তানি প্রবাহে আরও বড় হয়ে উঠছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। ২০২৪-২৫ অর্থবছরে বেপজার আওতাধীন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে রপ্তানি হয়েছে ৮.২২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা আগের বছরের তুলনায় ১৬.২২ শতাংশ বেশি। জাতীয় রপ্তানিতে সংস্থাটির একক অবদান দাঁড়িয়েছে ১৭.০৩ শতা
৫ ঘণ্টা আগেআইপিও ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকার অনিয়মের কারণে এক মাসের মধ্যে ৯০ কোটি টাকা জমা দিতে হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে। তা না হলে ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজন পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা দিতে হবে।
১৭ ঘণ্টা আগে