ডিসিসিআইয়ের বাজেট আলোচনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কসহ বাণিজ্য ও বিনিয়োগসংশ্লিষ্ট জটিলতা দূর করতে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে তাঁরা আসন্ন বাজেট যেন ব্যবসা ও বিনিয়োগবান্ধব হয়, সেই প্রত্যাশাও জানিয়েছেন।
রোববার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে অনুষ্ঠিত বাজেট আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ পাল্টা শুল্ক সাময়িকভাবে স্থগিত থাকলেও এই জটিলতা নিরসনে অবিলম্বে টাস্কফোর্স গঠন জরুরি। ডিসিসিআইসহ বেসরকারি খাতের প্রতিনিধিদের যুক্ত করে সরকারকে আলোচনায় বসতে হবে। পাশাপাশি শুল্ককাঠামোকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনারও পরামর্শ দেন তিনি।
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বল্পমেয়াদে আমানত সংগ্রহ করে দীর্ঘ মেয়াদে ঋণ প্রদান কখনো টেকসই হয় না। বিনিয়োগ সম্প্রসারণের জন্য কার্যকর এবং সহায়ক কর নীতিমালা প্রণয়ন করতে হবে, যেখানে আমরা বেশ পিছিয়ে রয়েছি।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, সংকোচনমুখী নীতির কারণে বেসরকারি বিনিয়োগ থেমে আছে। করকাঠামো সহজ না হলে এই স্থবিরতা কাটবে না।
এফবিসিসিআইয়ের আরেক সাবেক সভাপতি মীর নাছির হোসেন বলেন, ব্যবসায় ব্যয় বাড়ছে। গ্যাস-বিদুতের সরবরাহ, জ্বালানি নিরাপত্তা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। কৃচ্ছ্র কেবল বেসরকারি খাতের জন্য নিলেই হবে না। সরকারের মধ্যেও কৃচ্ছ্র প্রয়োজন।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, এ মুহূর্তে ব্যবসা খাত চাপে রয়েছে। ঋণের সুদহার কমানো, মন্দ ঋণ কমাতে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজারে নীতিগত সহায়তা জরুরি।
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, কর কমানোর সীমাবদ্ধতা থাকলে, করসেবা সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমদানিকারকদের গ্রিন চ্যানেল সুবিধাও বিবেচনায় আছে।
ব্যবসায়ীদের দাবি, এই বাজেট থেকে এমন একটি বার্তা আসুক, যা অর্থনীতিকে গতিশীল করতে সক্ষম হবে। এ জন্য কার্যকর টাস্কফোর্স গঠন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর সবাই জোর দেন।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কসহ বাণিজ্য ও বিনিয়োগসংশ্লিষ্ট জটিলতা দূর করতে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে তাঁরা আসন্ন বাজেট যেন ব্যবসা ও বিনিয়োগবান্ধব হয়, সেই প্রত্যাশাও জানিয়েছেন।
রোববার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে অনুষ্ঠিত বাজেট আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ পাল্টা শুল্ক সাময়িকভাবে স্থগিত থাকলেও এই জটিলতা নিরসনে অবিলম্বে টাস্কফোর্স গঠন জরুরি। ডিসিসিআইসহ বেসরকারি খাতের প্রতিনিধিদের যুক্ত করে সরকারকে আলোচনায় বসতে হবে। পাশাপাশি শুল্ককাঠামোকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনারও পরামর্শ দেন তিনি।
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বল্পমেয়াদে আমানত সংগ্রহ করে দীর্ঘ মেয়াদে ঋণ প্রদান কখনো টেকসই হয় না। বিনিয়োগ সম্প্রসারণের জন্য কার্যকর এবং সহায়ক কর নীতিমালা প্রণয়ন করতে হবে, যেখানে আমরা বেশ পিছিয়ে রয়েছি।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, সংকোচনমুখী নীতির কারণে বেসরকারি বিনিয়োগ থেমে আছে। করকাঠামো সহজ না হলে এই স্থবিরতা কাটবে না।
এফবিসিসিআইয়ের আরেক সাবেক সভাপতি মীর নাছির হোসেন বলেন, ব্যবসায় ব্যয় বাড়ছে। গ্যাস-বিদুতের সরবরাহ, জ্বালানি নিরাপত্তা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। কৃচ্ছ্র কেবল বেসরকারি খাতের জন্য নিলেই হবে না। সরকারের মধ্যেও কৃচ্ছ্র প্রয়োজন।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, এ মুহূর্তে ব্যবসা খাত চাপে রয়েছে। ঋণের সুদহার কমানো, মন্দ ঋণ কমাতে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজারে নীতিগত সহায়তা জরুরি।
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, কর কমানোর সীমাবদ্ধতা থাকলে, করসেবা সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমদানিকারকদের গ্রিন চ্যানেল সুবিধাও বিবেচনায় আছে।
ব্যবসায়ীদের দাবি, এই বাজেট থেকে এমন একটি বার্তা আসুক, যা অর্থনীতিকে গতিশীল করতে সক্ষম হবে। এ জন্য কার্যকর টাস্কফোর্স গঠন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর সবাই জোর দেন।
জনতা ব্যাংকের প্রস্তাবিত নতুন পদোন্নতি নীতিমালায় চাকরির মোট মেয়াদকে প্রধান বিবেচনায় এনে নম্বর নির্ধারণ করায় গভীর অসন্তোষ দেখা দিয়েছে ব্যাংকের অভ্যন্তরে। বিশেষত, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে ২০১৯ সাল ও পরবর্তী সময়ে সরাসরি জ্যেষ্ঠ অফিসার পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা...
২ ঘণ্টা আগেবাংলা ভাষায় স্ট্যান্ডআপ কবিতা পাঠ ও উপস্থাপনের নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু করতে যাচ্ছে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ভিজ্যুয়াল প্ল্যাটফর্ম অতঃপর শব্দায়ন। ‘শব্দায়ন- অ্যা স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’ নামের প্ল্যাটফর্মটি সম্প্রতি গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ এবং অতঃপর শব্দায়ন–এর মধ্যে একটি...
২ ঘণ্টা আগেচার বছর পর আবারও রপ্তানিতে ফিরল দেশের অন্যতম জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। সংযুক্ত আরব আমিরাতের মারওয়ান শিপিং কোম্পানির কাছে দুটি টাগবোট হস্তান্তরের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল প্রতিষ্ঠানটি...
২ ঘণ্টা আগেতুলাসহ তৈরি পোশাকের বিভিন্ন কাঁচামাল পণ্যে উৎসে কর প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।তুলাসহ তৈরি পোশাকের বিভিন্ন কাঁচামাল পণ্যে উৎসে কর প্রত্যাহার করেছে সরকার।
২ ঘণ্টা আগে