Ajker Patrika

ব্যাংক এশিয়ার ২৫তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার ২৫তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত

ব্যাংক এশিয়ার ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ জুন ২০২৪ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

শেয়ারহোল্ডারগণ সভায় ২০২৩ সালের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ও জাকিয়া রউফ চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটি ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম. এ. বাকী খলীলী, পরিচালক জনাব ফারহানা হক, এনাম চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, মো. আবুল কাসেম, হেলাল আহমেদ চৌধুরী, নাফিস খন্দকার, ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন, কোম্পানি সেক্রেটারি এস. এম. আনিসুজ্জামান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ এবারের সভায় অংশগ্রহণ করেন। 

শেয়ারহোল্ডারগণ ব্যাংকের সার্বিক কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ২০২৩ সালের হিসাব বিবরণী অনুমোদন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত