কাজল পারভীন
সে তো দারুণ আনন্দের সময় ছিল। আমাদের ঈদের এই উৎসবটা অনেক বেশি জাঁকজমকভাবে হতো। রোজা আসছে এই ভেবে আমরা আনন্দিত হতাম। আব্বা অনেক ইফতারি নিয়ে আসতেন আমাদের জন্য। চকবাজার অনেক আনন্দের জায়গা ছিল সে সময়। আব্বা চকবাজার যাবেন, মজার মজার ইফতারি আনবেন—এটা ছিল ছোটবেলায় আমাদের রোজা আর ঈদের একটা বড় স্মৃতি। বাড়িতে আম্মাও বানাতেন অনেক ইফতারি। এ বাড়ি-সে বাড়িতে পাঠানো হতো সেগুলো কখনো কখনো।
সবচেয়ে বড় আনন্দ হতো কাপড়চোপড় কেনার সময়। আমরা অনেক কাপড় কিনতাম। আমাদের ছোটবেলায় ঈদের সময় কাপড় কেনাটা ছিল একটা খুবই বড় ব্যাপার। এখন অনেক কাপড় কিনে যে রকম আনন্দ হয়, তখন একটা বা দুটো কাপড় কিনে আমাদের সে আনন্দটা হতো। একটা-দুটো জামা পেলেই আমরা ভীষণ খুশি হতাম। ঈদে আম্মার সঙ্গে বাজারে যাওয়া, সেটাও ছিল আনন্দের ব্যাপার। বাজারে যাব, কাপড়চোপড় কিনব, এটা ছিল ঈদের আগে সে সময়ে একটা দারুণ বিষয়। মানে বাজারে যেতেই হবে কাপড় কেনার জন্য। ঈদের আগে যখন জামা কেনা হতো, তখন আমরা বারবার নেড়েচেড়ে দেখতাম। কবে ঈদ আসবে, কবে পরব, সেটা নিয়ে একটা চাপা আনন্দ আর উত্তেজনা থাকত মনের ভেতর। ঈদের দিন নতুন জামা পরে সারা দিন ঘুরতাম, বারবার দেখতাম নতুন জামা। সে আনন্দটা ছিল অন্যরকম।
আরেকটা আনন্দ ছিল মেহেদি লাগানো। চাঁদরাত মানেই মেহেদি। হাতে-পায়ে মেহেদি পরা হবে। অনেক মেহেদি লাগাতে হবে হাতে-পায়ে। মেহেদি গাছ থেকে পাতা ছিঁড়ে তারপর সেই মেহেদি বেটে সেটা লাগানো হতো হাতে-পায়ে, একদম ভরে ভরে। আমরা বুয়াদের পেছন পেছন ঘুরতাম। বারবার বলতাম, বুয়া তাড়াতাড়ি মেহেদি বাটো, তাড়াতাড়ি মেহেদি বাটো, হাতে লাগাব। আমরা ঈদের সময় অনেক ঘুরতাম, রিকশা দিয়ে এখানে-সেখানে যেতাম। আমার আব্বার তখন গাড়ি ছিল। সেই গাড়ি দিয়ে আমরা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। সে সময় কিন্তু মেয়েদের ঘোরাফেরায় তেমন কোনো সমস্যা হয়নি—এখন যেমন হয়।
ঈদে আনন্দ মিছিল হতো সে সময়। আমার আম্মা আমাদের যেতে দিতেন না বাইরে। কিন্তু আমরা বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। চকবাজারে সে সময় ঈদের মেলা হতো। এটা বেশ পুরোনো মেলা। সে মেলায় যাওয়ার জন্য আমরা অনেক কান্নাকাটি করতাম। কারণ, আব্বা আমাদের খুব বেশি বাইরে বের হতে দিতেন না। কিন্তু আমরা সেখানে যাব, হাড়িপাতিল, খেলনা কিনব। সে জন্য কান্নাকাটি করতাম। মন মানত না যেতে না দিলে। এখন ঈদের আনন্দ আর সে রকম নেই। স্বাভাবিক দিনের মতোই ঈদের দিনটিকে মনে হয়। বয়স বেড়েছে বলেই এমন মনে হয় হয়তো।
সে তো দারুণ আনন্দের সময় ছিল। আমাদের ঈদের এই উৎসবটা অনেক বেশি জাঁকজমকভাবে হতো। রোজা আসছে এই ভেবে আমরা আনন্দিত হতাম। আব্বা অনেক ইফতারি নিয়ে আসতেন আমাদের জন্য। চকবাজার অনেক আনন্দের জায়গা ছিল সে সময়। আব্বা চকবাজার যাবেন, মজার মজার ইফতারি আনবেন—এটা ছিল ছোটবেলায় আমাদের রোজা আর ঈদের একটা বড় স্মৃতি। বাড়িতে আম্মাও বানাতেন অনেক ইফতারি। এ বাড়ি-সে বাড়িতে পাঠানো হতো সেগুলো কখনো কখনো।
সবচেয়ে বড় আনন্দ হতো কাপড়চোপড় কেনার সময়। আমরা অনেক কাপড় কিনতাম। আমাদের ছোটবেলায় ঈদের সময় কাপড় কেনাটা ছিল একটা খুবই বড় ব্যাপার। এখন অনেক কাপড় কিনে যে রকম আনন্দ হয়, তখন একটা বা দুটো কাপড় কিনে আমাদের সে আনন্দটা হতো। একটা-দুটো জামা পেলেই আমরা ভীষণ খুশি হতাম। ঈদে আম্মার সঙ্গে বাজারে যাওয়া, সেটাও ছিল আনন্দের ব্যাপার। বাজারে যাব, কাপড়চোপড় কিনব, এটা ছিল ঈদের আগে সে সময়ে একটা দারুণ বিষয়। মানে বাজারে যেতেই হবে কাপড় কেনার জন্য। ঈদের আগে যখন জামা কেনা হতো, তখন আমরা বারবার নেড়েচেড়ে দেখতাম। কবে ঈদ আসবে, কবে পরব, সেটা নিয়ে একটা চাপা আনন্দ আর উত্তেজনা থাকত মনের ভেতর। ঈদের দিন নতুন জামা পরে সারা দিন ঘুরতাম, বারবার দেখতাম নতুন জামা। সে আনন্দটা ছিল অন্যরকম।
আরেকটা আনন্দ ছিল মেহেদি লাগানো। চাঁদরাত মানেই মেহেদি। হাতে-পায়ে মেহেদি পরা হবে। অনেক মেহেদি লাগাতে হবে হাতে-পায়ে। মেহেদি গাছ থেকে পাতা ছিঁড়ে তারপর সেই মেহেদি বেটে সেটা লাগানো হতো হাতে-পায়ে, একদম ভরে ভরে। আমরা বুয়াদের পেছন পেছন ঘুরতাম। বারবার বলতাম, বুয়া তাড়াতাড়ি মেহেদি বাটো, তাড়াতাড়ি মেহেদি বাটো, হাতে লাগাব। আমরা ঈদের সময় অনেক ঘুরতাম, রিকশা দিয়ে এখানে-সেখানে যেতাম। আমার আব্বার তখন গাড়ি ছিল। সেই গাড়ি দিয়ে আমরা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। সে সময় কিন্তু মেয়েদের ঘোরাফেরায় তেমন কোনো সমস্যা হয়নি—এখন যেমন হয়।
ঈদে আনন্দ মিছিল হতো সে সময়। আমার আম্মা আমাদের যেতে দিতেন না বাইরে। কিন্তু আমরা বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। চকবাজারে সে সময় ঈদের মেলা হতো। এটা বেশ পুরোনো মেলা। সে মেলায় যাওয়ার জন্য আমরা অনেক কান্নাকাটি করতাম। কারণ, আব্বা আমাদের খুব বেশি বাইরে বের হতে দিতেন না। কিন্তু আমরা সেখানে যাব, হাড়িপাতিল, খেলনা কিনব। সে জন্য কান্নাকাটি করতাম। মন মানত না যেতে না দিলে। এখন ঈদের আনন্দ আর সে রকম নেই। স্বাভাবিক দিনের মতোই ঈদের দিনটিকে মনে হয়। বয়স বেড়েছে বলেই এমন মনে হয় হয়তো।
উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও মানুষ ধীরে ধীরে ক্যাশলেস লেনদেনের প্রতি আগ্রহী হয়ে উঠছে, যা অর্থনীতির আধুনিকায়নের পথে গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি। এটি শুধু সময় সাশ্রয় করে না, বরং নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০ মার্চ ২০২৫সিটি ব্যাংক ২০০৪ সালে প্রথম ক্রেডিট কার্ড ইস্যু করে এবং ২০০৯ সালে আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ড ইস্যুয়ার ও অ্যাকুয়ারার হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ-সুবিধা চালু করার মাধ্যমে ক্রেডিট কার্ড খাতে উদ্ভাবনী সেবা প্রদান করে, যা সিটি ব্যাংককে শীর্ষ স্থানে নিয়ে আসে। বর্তম
২০ মার্চ ২০২৫ক্রেডিট কার্ডের জগতে প্রতিযোগিতার ছড়াছড়ি। সেখানে কীভাবে ঢাকা ব্যাংক তার অবস্থান ধরে রেখেছে, ভবিষ্যৎ কী পরিকল্পনা, জানিয়েছেন ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ। তাঁর সঙ্গে কথা বলেছেন আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার...
২০ মার্চ ২০২৫বাংলাদেশে যাত্রা শুরুর পর মাস্টারকার্ড এখন কোন অবস্থানে রয়েছে, গ্রাহকের সেবার মান ও নিরাপত্তার ধরন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। সাক্ষাৎকার নিয়েছেন
২০ মার্চ ২০২৫