Ajker Patrika

চকবাজারের মেলা ছিল ঈদের আনন্দ

কাজল পারভীন
চকবাজারের মেলা ছিল ঈদের আনন্দ

সে তো দারুণ আনন্দের সময় ছিল। আমাদের ঈদের এই উৎসবটা অনেক বেশি জাঁকজমকভাবে হতো। রোজা আসছে এই ভেবে আমরা আনন্দিত হতাম। আব্বা অনেক ইফতারি নিয়ে আসতেন আমাদের জন্য। চকবাজার অনেক আনন্দের জায়গা ছিল সে সময়। আব্বা চকবাজার যাবেন, মজার মজার ইফতারি আনবেন—এটা ছিল ছোটবেলায় আমাদের রোজা আর ঈদের একটা বড় স্মৃতি। বাড়িতে আম্মাও বানাতেন অনেক ইফতারি। এ বাড়ি-সে বাড়িতে পাঠানো হতো সেগুলো কখনো কখনো।

সবচেয়ে বড় আনন্দ হতো কাপড়চোপড় কেনার সময়। আমরা অনেক কাপড় কিনতাম। আমাদের ছোটবেলায় ঈদের সময় কাপড় কেনাটা ছিল একটা খুবই বড় ব্যাপার। এখন অনেক কাপড় কিনে যে রকম আনন্দ হয়, তখন একটা বা দুটো কাপড় কিনে আমাদের সে আনন্দটা হতো। একটা-দুটো জামা পেলেই আমরা ভীষণ খুশি হতাম। ঈদে আম্মার সঙ্গে বাজারে যাওয়া, সেটাও ছিল আনন্দের ব্যাপার। বাজারে যাব, কাপড়চোপড় কিনব, এটা ছিল ঈদের আগে সে সময়ে একটা দারুণ বিষয়। মানে বাজারে যেতেই হবে কাপড় কেনার জন্য। ঈদের আগে যখন জামা কেনা হতো, তখন আমরা বারবার নেড়েচেড়ে দেখতাম। কবে ঈদ আসবে, কবে পরব, সেটা নিয়ে একটা চাপা আনন্দ আর উত্তেজনা থাকত মনের ভেতর। ঈদের দিন নতুন জামা পরে সারা দিন ঘুরতাম, বারবার দেখতাম নতুন জামা। সে আনন্দটা ছিল অন্যরকম।  

আরেকটা আনন্দ ছিল মেহেদি লাগানো। চাঁদরাত মানেই মেহেদি। হাতে-পায়ে মেহেদি পরা হবে। অনেক মেহেদি লাগাতে হবে হাতে-পায়ে। মেহেদি গাছ থেকে পাতা ছিঁড়ে তারপর সেই মেহেদি বেটে সেটা লাগানো হতো হাতে-পায়ে, একদম ভরে ভরে। আমরা বুয়াদের পেছন পেছন ঘুরতাম। বারবার বলতাম, বুয়া তাড়াতাড়ি মেহেদি বাটো, তাড়াতাড়ি মেহেদি বাটো, হাতে লাগাব। আমরা ঈদের সময় অনেক ঘুরতাম, রিকশা দিয়ে এখানে-সেখানে যেতাম। আমার আব্বার তখন গাড়ি ছিল। সেই গাড়ি দিয়ে আমরা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। সে সময় কিন্তু মেয়েদের ঘোরাফেরায় তেমন কোনো সমস্যা হয়নি—এখন যেমন হয়।

 ঈদে আনন্দ মিছিল হতো সে সময়। আমার আম্মা আমাদের যেতে দিতেন না বাইরে। কিন্তু আমরা বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। চকবাজারে সে সময় ঈদের মেলা হতো। এটা বেশ পুরোনো মেলা। সে মেলায় যাওয়ার জন্য আমরা অনেক কান্নাকাটি করতাম। কারণ, আব্বা আমাদের খুব বেশি বাইরে বের হতে দিতেন না। কিন্তু আমরা সেখানে যাব, হাড়িপাতিল, খেলনা কিনব। সে জন্য কান্নাকাটি করতাম। মন মানত না যেতে না দিলে। এখন ঈদের আনন্দ আর সে রকম নেই। স্বাভাবিক দিনের মতোই ঈদের দিনটিকে মনে হয়। বয়স বেড়েছে বলেই এমন মনে হয় হয়তো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত