শাবিপ্রবি প্রতিনিধি
স্লোগান, আন্দোলন, অনশনে উত্তপ্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপাচার্যের পদত্যাগ দাবিতে এক দফা আন্দোলনে সব যেন স্থবির হয়েছে গেছে। অনশন করা শিক্ষার্থীদের মধ্যে ২০ জন অসুস্থ হয়ে এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরটির সড়কে বিভিন্ন স্লোগান লিখে অন্যরকম প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। গোলচত্বরটির সড়কে শিক্ষার্থীরা রং তুলিতে লিখেছেন উপাচার্যের পদত্যাগের দাবিতে নানা স্লোগান।
আজ সোমবার সরেজমিনে দেখা যায়, ‘সেভ সাস্ট’ হ্যাশট্যাগ দিয়ে তাঁরা ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘পতন পতন পতন চাই, স্বৈরাচারের পতন চাই’, ‘যেই ভিসি মিথ্যা বলে, সেই ভিসি চাই না’, ‘স্বৈরাচার নিপাত যাক, শাবিপ্রবি মুক্তি পাক’ স্লোগান লিখেছেন।
গতকাল রোববার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মুখপাত্র সাদিয়া আফরিন।
উল্লেখ, শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী।
শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়। পরের দিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
স্লোগান, আন্দোলন, অনশনে উত্তপ্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপাচার্যের পদত্যাগ দাবিতে এক দফা আন্দোলনে সব যেন স্থবির হয়েছে গেছে। অনশন করা শিক্ষার্থীদের মধ্যে ২০ জন অসুস্থ হয়ে এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরটির সড়কে বিভিন্ন স্লোগান লিখে অন্যরকম প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। গোলচত্বরটির সড়কে শিক্ষার্থীরা রং তুলিতে লিখেছেন উপাচার্যের পদত্যাগের দাবিতে নানা স্লোগান।
আজ সোমবার সরেজমিনে দেখা যায়, ‘সেভ সাস্ট’ হ্যাশট্যাগ দিয়ে তাঁরা ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘পতন পতন পতন চাই, স্বৈরাচারের পতন চাই’, ‘যেই ভিসি মিথ্যা বলে, সেই ভিসি চাই না’, ‘স্বৈরাচার নিপাত যাক, শাবিপ্রবি মুক্তি পাক’ স্লোগান লিখেছেন।
গতকাল রোববার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মুখপাত্র সাদিয়া আফরিন।
উল্লেখ, শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী।
শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়। পরের দিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যাওয়া সেই নারীর খোঁজ এখনো মেলেনি। গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে গিয়েছিলেন তিনি। আজ সোমবার বিকেল গড়িয়ে গেলেও তাঁকে খুঁজে পাননি উদ্ধারকর্মীরা।
১ মিনিট আগেপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই শিক্ষকের নাম সুব্রত কুমার বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
২ মিনিট আগেকক্সবাজার সমুদ্রসৈকতে এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে আবুল বশর (২৬) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সৈকতে এক নারীকে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৭ মিনিট আগেদুই যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসাইনের পক্ষে সদস্য অধ্যাপক এনামুল
১২ মিনিট আগে