Ajker Patrika

হবিগঞ্জে ‘পাগলা’ কুকুরের কামড়ে আহত ৪০, পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৯: ২৫
হবিগঞ্জে ‘পাগলা’ কুকুরের কামড়ে আহত ৪০, পিটিয়ে হত্যা

হবিগঞ্জের মাধবপুরে ‘পাগলা’ কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয় লোকজন গতকাল সোমবার কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছেন।

মানুষকে পাগলা কুকুরের কামড়ের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম ইশতাক মামুন। তিনি বলেন, ‘কামড়ে আহত অধিকাংশ লোকজন স্থানীয় বাজারে গিয়ে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ভ্যাকসিন না থাকায় কর্তব্যরত চিকিৎসক জেলার সদর হাসপাতালে থেকে ভ্যাকসিন নিতে পরামর্শ দিয়েছেন।’

পাগলা কুকুরের কামড়ে আহতরা নির্দিষ্ট সময়ে চিকিৎসা না নিলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান চিকিৎসক ইশতাক।

জানা গেছে, গত শনিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন বড়ধুলিয়া গ্রামের পুকুরে গোসল করার সময় এক শিশুকে পুকুরে নেমে কামড়ায় একটি কুকুর। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এলে কুকুরটি দৌড়ে পালায়। এরপর গতকাল বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে স্থানীয় রওশন আরা বেগম (৫০), বায়জিদ মিয়া (২৭), বিল্লাল মিয়া (৪৮), সেলিম মিয়া (৩৬), নীল বেগম (১৩), জীবন মিয়াসহ (১০) বড়ধুলিয়া, বেজুরা, সন্তোষপুর, জগদীশপুর তেমনিয়া ও চারাভাঙ্গা গ্রামের অন্তত ৪০ জনকে কুকুরটি কামড় দিয়ে আহত করেছে।

এদিকে বড়ধুলিয়া গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ পাগলা কুকুর আতঙ্কে হাতে লাঠিসোটা নিয়ে চলাফেরা করছিলেন। গতকাল বিকেলে এলাকার কিছু যুবক কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে নিশ্চিত করেন জগদীশপুর ইউপির চেয়ারম্যান মাসুদ খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। আক্রান্তদের মধ্যে অসহায়দের ভ্যাকসিন ক্রয়ের জন্য রোগী কল্যাণ তহবিল থেকে সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত