Ajker Patrika

জাফলংয়ে বারকি শ্রমিকদের সনাতন পদ্ধতিতে পাথর তোলার দাবি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
জাফলংয়ে বারকি শ্রমিকদের সনাতন পদ্ধতিতে পাথর তোলার দাবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর কোয়ারি থেকে সনাতন পদ্ধতিতে পাথর তোলার দাবিতে বারকি (যন্ত্র ছাড়া পাথর-বালু তোলা) শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন তাঁরা। 

সরেজমিনে ওই সড়কে গিয়ে দেখা গেছে, সড়ক অবরোধ করার কারণে সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং অংশে তিন ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

বিক্ষোভ সভায় জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা নাজমুল হোসাইন নাজিমের পরিচালনায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মিনহাজুর রহমান, মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ছবেদ মিয়া, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফুল মিয়া প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, অতীতে বিশ্বের কেউ শ্রমিকদের আন্দোলন দমিয়ে রাখতে পারেনি, এখনো পারবে না। বারকি শ্রমিকদের রুটি-রুজির একমাত্র পথ বন্ধ হওয়ায় আজ আমরা অসহায় হয়ে পড়েছি। তাই এসব অসহায় মানুষের কথা বিবেচনা করে তাঁদের কাজ করার পথ সচল করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আর যদি অনতিবিলম্বে বারকি শ্রমিকদের কর্মসংস্থান খুলে না দেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত