নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের কোনো ধরনের কার্যক্রমে অংশ না নিতে দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে মহানগর বিএনপি। আজ সোমবার মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। এটি বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের দেওয়া হয়।
এতে বলা হয়েছে-বিএনপি গত ১৫ বছরের অধিক সময় থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সংবাদপত্রের স্বাধীনতা, গণমানুষের রাজনৈতিক অধিকারসহ সরকারের সব অপকর্মের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এই সরকারের বিরুদ্ধে দল যখন চূড়ান্ত আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই সরকার ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে ইভিএম এর মাধ্যমে সিটি করপোরেশনে নির্বাচন দিয়েছে।
এতে আরও বলা হয়–দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বক্তব্য এই পাতানো নির্বাচনে দলের কোনো পর্যায়ের নেতা কর্মী মেয়র বা কাউন্সিল পদে নির্বাচন, কোন ধরনের নির্বাচনী কর্মকাণ্ড করতে পারবেন না। যদি এই পাতানো নির্বাচনে দলের কোনো নেতা কর্মী অংশগ্রহণ করে বা নির্বাচনী কাজে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
দলের সিদ্ধান্ত অনুসারে পাঁচ সিটি নির্বাচনে কোনো নেতা কর্মী অংশ নিতে পারবেন না জানিয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে। স্থানীয় নেতা কর্মীদের কেন্দ্রের সিদ্ধান্ত আমরা জানিয়েছি চিঠির মাধ্যমে। এই সিদ্ধান্তের বাইরে গেলে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। যত বড় নেতা হোন না কেন; কাউকে ছাড় দেওয়া হবে না বলে দলের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে।’
এদিকে ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত চারবার নির্বাচন হয়েছে। ২০০৩ সালে প্রথম নির্বাচনে জয়ী হন প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান, ২০০৮ সালের দ্বিতীয় নির্বাচনেও কারাগার থেকে তিনি মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালের নির্বাচনে মেয়র পদে জয়ী হন বিএনপি কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী। সবশেষ ২১ জুন সিলেট সিটি করপোরেশনের চতুর্থ নির্বাচন। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এখনো নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২৩ মে এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। ভোট হবে ২১ জুন।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের কোনো ধরনের কার্যক্রমে অংশ না নিতে দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে মহানগর বিএনপি। আজ সোমবার মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। এটি বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের দেওয়া হয়।
এতে বলা হয়েছে-বিএনপি গত ১৫ বছরের অধিক সময় থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সংবাদপত্রের স্বাধীনতা, গণমানুষের রাজনৈতিক অধিকারসহ সরকারের সব অপকর্মের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এই সরকারের বিরুদ্ধে দল যখন চূড়ান্ত আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই সরকার ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে ইভিএম এর মাধ্যমে সিটি করপোরেশনে নির্বাচন দিয়েছে।
এতে আরও বলা হয়–দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বক্তব্য এই পাতানো নির্বাচনে দলের কোনো পর্যায়ের নেতা কর্মী মেয়র বা কাউন্সিল পদে নির্বাচন, কোন ধরনের নির্বাচনী কর্মকাণ্ড করতে পারবেন না। যদি এই পাতানো নির্বাচনে দলের কোনো নেতা কর্মী অংশগ্রহণ করে বা নির্বাচনী কাজে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
দলের সিদ্ধান্ত অনুসারে পাঁচ সিটি নির্বাচনে কোনো নেতা কর্মী অংশ নিতে পারবেন না জানিয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে। স্থানীয় নেতা কর্মীদের কেন্দ্রের সিদ্ধান্ত আমরা জানিয়েছি চিঠির মাধ্যমে। এই সিদ্ধান্তের বাইরে গেলে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। যত বড় নেতা হোন না কেন; কাউকে ছাড় দেওয়া হবে না বলে দলের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে।’
এদিকে ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত চারবার নির্বাচন হয়েছে। ২০০৩ সালে প্রথম নির্বাচনে জয়ী হন প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান, ২০০৮ সালের দ্বিতীয় নির্বাচনেও কারাগার থেকে তিনি মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালের নির্বাচনে মেয়র পদে জয়ী হন বিএনপি কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী। সবশেষ ২১ জুন সিলেট সিটি করপোরেশনের চতুর্থ নির্বাচন। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এখনো নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২৩ মে এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। ভোট হবে ২১ জুন।
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
২ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৩ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
৩ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
৩ ঘণ্টা আগে