Ajker Patrika

আসাম-মেঘালয়ে ভারী বর্ষণ, সিলেটে বন্যার শঙ্কা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 
আপডেট : ২০ মে ২০২৫, ২০: ৩২
পানি বেড়েছে নদ-নদীতে।  ছবি: আজকের পত্রিকা
পানি বেড়েছে নদ-নদীতে। ছবি: আজকের পত্রিকা

ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ এবং গতকাল সোমবার রাত থেকে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নদ-নদীর পানি বাড়ছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে পিয়াইন নদের পানি বিপৎসীমা অতিক্রম করছে। পার্শ্ববর্তী দেশ ভারতের পাহাড়ে লাগাতার বৃষ্টিপাত হলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

গতকাল সকাল থেকে টানা বৃষ্টিপাতের ফলে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যার শঙ্কায় সাধারণ মানুষ। এতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক বিরাজ করছে। ডাউকি, সারি ও পিয়াইনের পানি ধীরে ধীরে বাড়ছে।

আজ মঙ্গলবার (২০ মে) সকালে ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢল পিয়াইন নদ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এতে জাফলংয়ের জিরো পয়েন্টসহ আশপাশের এলাকা দ্রুত প্লাবিত হয়।

পর্যটনকেন্দ্র জাফলংয়ের ভাসমান দোকানগুলো পানিতে তলিয়ে যায়। এতে পর্যটন ব্যবসায়ীরাও রয়েছেন চরম দুশ্চিন্তায়।

যদিও এখনো নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।

সারি-গোয়াইনঘাট ও রাধানগর-গোয়াইনঘাট এবং সালুটিকর-গোয়াইনঘাট সড়কে পানি উঠতে শুরু করেছে। তবে এখনো মানুষের বাড়িঘরে পানি ওঠার খবর পাওয়া যায়নি।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, উপজেলার নদ-নদীতে পানি বাড়ছে। এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিম্নাঞ্চলের মানুষদের আগে থেকে সতর্ক করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর প্রধান

১৭ বছর খাইনি, এবার খাব—টেন্ডার জমা দেওয়া ঠিকাদারকে বললেন বিএনপি নেতা

দেশে এল স্টারলিংক: কতগুলো ডিভাইস যুক্ত করা যাবে, কীভাবে করবেন

যৌথ পরিবারে কোরবানি কার ওপর ওয়াজিব

মধ্যরাতে হাক্কানীর মালিকের বাসায় মবের হানা, আটক তিন সমন্বয়ককে ছাড়িয়ে নিলেন হান্নান মাসউদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত