Ajker Patrika

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন তরুণ জলবায়ু কর্মীরা। ৩ মার্চ বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে জলবায়ু পদযাত্রা শেষে এক সভা থেকে তাঁরা এই দাবি জানান। 

জলবায়ু কর্মীরা জানান, সুইডিস জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের গড়ে তোলা আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচারের বাংলাদেশ গ্রুপ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এই জলবায়ু কর্মসূচির আয়োজন করে। এ সময় তাঁরা নানা ধরনের দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নেন। 

এ সময় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস হবিগঞ্জ জেলার সমন্বয়কারী নাওফাত আদিবাহ্ ইবশার বলেন, ‘বাংলাদেশ তো জলবায়ুর ক্ষতির কারণ নয় তাহলে কেন বাংলাদেশের মানুষ এত ভুক্তভোগী হবে? আমাদের সবাইকে এখনই জলবায়ুর সুবিচার আদায়ে সোচ্চার হতে হবে।। উন্নত বিশ্ব যারা জলবায়ু দুর্যোগজনিত ক্ষয়-ক্ষতির কারণ তাঁদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে।’ 

কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এর প্রভাবে এখানকার জীবন-জীবিকা ক্রমেই পাল্টে যাচ্ছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

দুর্নীতির তদন্ত ঝুলে আছে, মেঘনা পেট্রোলিয়ামের এমডি অবসরে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত