Ajker Patrika

ধানমন্ডিতে মৃত শিশু গৃহকর্মীকে ঢামেকে এনে আটক ড্রাইভার

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৮: ৪৬
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় সাদিয়া আক্তার (১২) নামে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডির ৯/১ নম্বর রোডের ১২৭ /বি রোডের আরমান খান গলি থেকে বাড়ির গাড়ি চালক ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত সাদিয়া আক্তার ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বগাজোরি গ্রামে। বর্তমানে ধানমন্ডির পাঁচতলায় ভবনের তিনতলায় গৃহকর্ত্রী হোসনেআরা বেগমের বাসায় প্রায় সাত মাস যাবৎ কাজ করত।

গৃহকর্মী সাদিয়াকে হাসপাতালে নিয়ে আসা ওই বাসার গাড়িচালক মো. মাকছুদ জানান, দুপুরে ওই বাসার আরেক কাজের মেয়ে মারিয়া আক্তার ফোন দিয়ে বলে সাদিয়া বাথরুমে জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিছে। বাসায় গিয়ে সাদিয়াকে ফ্লোরে অচেতন অবস্থায় পরে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঘটনার বিস্তারিত কিছুই জানাতে পারে নাই গাড়ি চালক মাকছুদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে ওই গৃহকর্মীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই গাড়িচালক মাছুদকে ক্যাম্পে আটক রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে ধানমন্ডি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত