Ajker Patrika

সিলেটে খাল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৩, ১৯: ৫৪
সিলেটে খাল থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

সিলেটের ওসমানীনগর উপজেলার আনহার আলী (৪২) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার তাজপুর ইউপির রবিদাস সোনারপাড়া এলাকার একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আনহার আলী উপজেলার তাজপুর ইউপির রবিদাস সোনারপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। পুলিশ মৃত আনহার আলীর লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। 

পুলিশ জানায়, আজ দুপুরে সোনারপাড়া এলাকায় খালে স্থানীয়রা মাছ ধরতে গেলে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আনহার আলী গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। 

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক (পিপিএম) মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহালে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি কীভাবে মারা গেলেন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত