Ajker Patrika

ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৫: ০২
ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের

মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সিলেটে ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের। আজ শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হলেন মানিকগঞ্জ জেলা সদরের বাসিন্দা আনোয়ার মোল্লার ছেলে জুবায়ের আল হাসান জামি (২৩) এবং একই এলাকার রাইজ উদ্দিনের ছেলে রাজিব আহমেদ (২৫)। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তাঁদের মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ আরও জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই তরুণ মানিকগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় হবিগঞ্জের মাধবপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলর সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাজিব ও জামি আহত হন। তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত