Ajker Patrika

৪ দিন পর মেয়ের বিয়ে, হঠাৎ আগুনে নিঃস্ব অটোচালক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই অটোচালকের বসতবাড়ি। ছবি: আজকের পত্রিকা
কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই অটোচালকের বসতবাড়ি। ছবি: আজকের পত্রিকা

ঈদের চার দিন পর মেয়ের বিয়ে, তাই ঈদের সঙ্গে বিয়ের প্রস্তুতিও নিয়েছিলেন চট্টগ্রামের আনোয়ারার অটোচালক জানে আলম। করেছেন আত্মীয়–স্বজনদের কাছ থেকে ধারদেনাও। হঠাৎ ঈদের দিন সকালে লাগা আগুন থেকে কোনো রকম প্রাণে বাঁচলেও সংসারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাটি ঘটে আজ শনিবার ভোরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামে।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে জানে আলম ও তার মেয়ে নাসরিন আক্তারও (১৮) দগ্ধ হন। বর্তমানে দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত।

জানে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের চার দিন পরই মেয়ের বিয়ে। সব প্রস্তুতি নিয়েছি, আগুন যখন আমার গায়ে পড়ে তখন ঘুম ভেঙে যায়। কোনো রকম আমার অটোরিকশাটি নিয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হলেও টাকাপয়সা ও গয়নাগাটি সব পুড়ে গেছে। আগুনে আমি আর আমার মেয়েও দগ্ধ হই।’

স্থানীয় ইউপি সদস্য মো. রফিক বলেন, ‘ভোরে আগুন ধরলে তাদের আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জানে আলমের সব শেষ। তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে কয়েক দিন পর ছোট মেয়ের বিয়ে। জানে আলমের জন্য সহযোগিতা প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত