Ajker Patrika

১০ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২০: ০৬
১০ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এদের মধ্যে একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও আরেকজন যুবলীগ নেতা। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার সময় র‍্যাব-৯ হবিগঞ্জ সিপিসির একটি টিম মিরপুর-শ্রীমঙ্গল সড়কের মিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী জায়েদ (৩২)। তিনি একই ইউনিয়নে দুধপাতিল গ্রামের মৃত রজব আলী ফকিরের ছেলে। অপরজন উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মতিউর রহমান সোহেল। তিনি সাটিয়াজুরী গ্রামের মৃত তোরাব আলীর পুত্র। 

র‍্যাবের লে. কমান্ডার নাহিদ হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। 

অভিযোগ রয়েছে, এলাকায় কয়েকজন আওয়ামী লীগ নেতার ছত্রচ্ছায়ায় তারা এই মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছে। 

এদিকে, গ্রেপ্তার হওয়ার পর মো. রমজান আহমেদকে (জাহেদ) গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবেদ হাসনাত চৌধুরী সনজু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত