Ajker Patrika

বাহুবলে চা বাগান থেকে অজ্ঞাত নারীর দগ্ধ লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

হবিগঞ্জের বাহুবলে চা বাগান থেকে অজ্ঞাত এক নারীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কামাইছড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি বলেন, ‘এই অজ্ঞাত নারীকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশ্যে হয়তো পুড়িয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে কামাইছড়া চা বাগানে এক নারীর দগ্ধ লাশ দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত