Ajker Patrika

হবিগঞ্জে ট্রাক্টর চাপায় সাবেক সেনা সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ট্রাক্টর চাপায় সাবেক সেনা সদস্য নিহত

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনতলা আঞ্চলিক সড়কে রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাবেক সেনা সদস্য ইয়াকুব আলী উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের মজিদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বালুবোঝাই একটি ট্রাক্টর মাধবপুর-মনতলা সড়কের রাজনগর এলাকায় মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত