Ajker Patrika

গলায় মাফলার পেঁচিয়ে অটোচালককে হত্যা, স্ত্রী ও ভাই আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাতে তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম উজ্জ্বল বিশ্বাস (৩০)। তিনি ওই গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে। উজ্জ্বল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ আজ সোমবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস (১৯) ও ছোট ভাই জন্টু বিশ্বাসকে (২৫) আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উজ্জ্বলের স্ত্রী দিপনার সঙ্গে দেবর জন্টুর সম্পর্ক চলছিল। বিষয়টি উজ্জ্বল জেনে ফেললে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। একপর্যায়ে উজ্জ্বলকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন দিপনা ও জন্টু।

পরিকল্পনা অনুযায়ী রোববার গভীর রাতে দিপনা ও জন্টু ঘুমন্ত উজ্জ্বলের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেন। পরে লাশ বাড়ি থেকে বের করে রাস্তার পাশে নিয়ে ফেলে দেন। সোমবার ভোরের দিকে স্বজনেরা লাশটি খুঁজে পান।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, নিহতের স্ত্রী দিপনা ও ছোট ভাই জন্টুকে আটক করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার দায় স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত