Ajker Patrika

গলায় মাফলার পেঁচিয়ে অটোচালককে হত্যা, স্ত্রী ও ভাই আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাতে তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম উজ্জ্বল বিশ্বাস (৩০)। তিনি ওই গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে। উজ্জ্বল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ আজ সোমবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস (১৯) ও ছোট ভাই জন্টু বিশ্বাসকে (২৫) আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উজ্জ্বলের স্ত্রী দিপনার সঙ্গে দেবর জন্টুর সম্পর্ক চলছিল। বিষয়টি উজ্জ্বল জেনে ফেললে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। একপর্যায়ে উজ্জ্বলকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন দিপনা ও জন্টু।

পরিকল্পনা অনুযায়ী রোববার গভীর রাতে দিপনা ও জন্টু ঘুমন্ত উজ্জ্বলের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেন। পরে লাশ বাড়ি থেকে বের করে রাস্তার পাশে নিয়ে ফেলে দেন। সোমবার ভোরের দিকে স্বজনেরা লাশটি খুঁজে পান।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, নিহতের স্ত্রী দিপনা ও ছোট ভাই জন্টুকে আটক করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার দায় স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত