মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার অনুপ্রবেশের দায়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে ১৫ জন, পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে ৫৫-৫৮ জন ও কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ২৫-৩০ জন অনুপ্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। কমলগঞ্জের ধলই সীমান্তে ১৫ জন আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ নারী ও ৩টি শিশু রয়েছে। এদিকে মুরইছড়া সীমান্ত দিয়ে আসা অনেকে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে।
ধলই সীমান্তে আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পাঁচ বছর ধরে তাঁরা ভারতের আসামে বসবাস করেছেন। হঠাৎ পুলিশ তাঁদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডার এলাকায় নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। তাঁদের বাড়ি নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বলে দাবি করেছেন তাঁরা।
আটক ব্যক্তিরা আরও জানান, তাঁদের সঙ্গে অনেকে ছিল। এই সংখ্যা তিন শতাধিক হবে। বিএসএফ তাঁদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। অন্যদের কোন সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু বলতে পারেননি।
জানতে চাইলে মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য বিনা রানী দেব আজকের পত্রিকাকে জানান, ধলই সীমান্তে আটক লোকদের প্রথমে বিজিবি ক্যাম্প থেকে থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলার সময় তিনি উপস্থিত ছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁদের আর থানায় নেওয়া হয়নি।
মাধবপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল বলেন, বিএসএফ ১৫ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে। বিজিবি তাদের আটক করে নিয়ে গেছে। এদিকে সীমান্তে অনুপ্রবেশের জন্য অনেক লোক জড়ো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাতু সীমান্ত থেকে ৩২ জনকে শ্রমিকেরা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। এ ছাড়া পাল্লাতাল সীমান্ত দিয়ে শুনেছি আরও ২৩ জন এসেছে।’
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ‘আমরা শুনেছি, মুরইছড়া সীমান্তবর্তী পাহাড় দিয়ে ২৫-৩০ জন এসেছে। কেউ নির্দিষ্ট সংখ্যা বলতে পারছে না। সিসিটিভি ক্যামেরায় এক জায়গায় আমরা চারজনকে দেখেছি।’
এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া বলেন, আটক ব্যক্তিরা সবাই বাংলা ভাষায় কথা বলছে। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর মৌলভীবাজার জেলার সব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ‘আমরা শুনেছি, মুরইছড়া সীমান্তবর্তী পাহাড় দিয়ে ২৫-৩০ জন এসেছে। কেউ নির্দিষ্ট সংখ্যা বলতে পারছে না। সিসিটিভি ক্যামেরায় এক জায়গায় আমরা চারজনকে দেখেছি।’
মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার অনুপ্রবেশের দায়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে ১৫ জন, পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে ৫৫-৫৮ জন ও কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ২৫-৩০ জন অনুপ্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। কমলগঞ্জের ধলই সীমান্তে ১৫ জন আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ নারী ও ৩টি শিশু রয়েছে। এদিকে মুরইছড়া সীমান্ত দিয়ে আসা অনেকে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে।
ধলই সীমান্তে আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পাঁচ বছর ধরে তাঁরা ভারতের আসামে বসবাস করেছেন। হঠাৎ পুলিশ তাঁদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডার এলাকায় নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। তাঁদের বাড়ি নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বলে দাবি করেছেন তাঁরা।
আটক ব্যক্তিরা আরও জানান, তাঁদের সঙ্গে অনেকে ছিল। এই সংখ্যা তিন শতাধিক হবে। বিএসএফ তাঁদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। অন্যদের কোন সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু বলতে পারেননি।
জানতে চাইলে মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য বিনা রানী দেব আজকের পত্রিকাকে জানান, ধলই সীমান্তে আটক লোকদের প্রথমে বিজিবি ক্যাম্প থেকে থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলার সময় তিনি উপস্থিত ছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁদের আর থানায় নেওয়া হয়নি।
মাধবপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল বলেন, বিএসএফ ১৫ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে। বিজিবি তাদের আটক করে নিয়ে গেছে। এদিকে সীমান্তে অনুপ্রবেশের জন্য অনেক লোক জড়ো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাতু সীমান্ত থেকে ৩২ জনকে শ্রমিকেরা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। এ ছাড়া পাল্লাতাল সীমান্ত দিয়ে শুনেছি আরও ২৩ জন এসেছে।’
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ‘আমরা শুনেছি, মুরইছড়া সীমান্তবর্তী পাহাড় দিয়ে ২৫-৩০ জন এসেছে। কেউ নির্দিষ্ট সংখ্যা বলতে পারছে না। সিসিটিভি ক্যামেরায় এক জায়গায় আমরা চারজনকে দেখেছি।’
এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া বলেন, আটক ব্যক্তিরা সবাই বাংলা ভাষায় কথা বলছে। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর মৌলভীবাজার জেলার সব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ‘আমরা শুনেছি, মুরইছড়া সীমান্তবর্তী পাহাড় দিয়ে ২৫-৩০ জন এসেছে। কেউ নির্দিষ্ট সংখ্যা বলতে পারছে না। সিসিটিভি ক্যামেরায় এক জায়গায় আমরা চারজনকে দেখেছি।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান নির্বাচন কমিশনারসহ ১১ জনের বিরুদ্ধে ভোটারবিহীন তিনটি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের অভিযোগে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।
১ মিনিট আগেমাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ি গহিন জঙ্গলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে টেকনাফের রঙ্গীখালী পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, এপিবিএন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা।
৪ মিনিট আগেআগামী সোমবারের মধ্যে সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কাঠামো ও ৮ দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রকাশ না হলে আরও কঠোর কর্মসূচি দিয়েছে পিএসসি সংস্কার আন্দোলন। আজ বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে চাকরিপ্রার্থীরা জড়ো হয়ে কলাভবন ও রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে
৮ মিনিট আগেঅ্যাম্বুলেন্সকে ধাক্কা দেওয়া সেই বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোল্ডেন লাইন নামের বাসের সুপারভাইজার কল্যাণ বিশ্বাস ও হেলপার শান্ত। কল্যাণ বিশ্বাসের বাড়ি ফরিদপুর
১৮ মিনিট আগে