গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গেল কয়েক দিনের টানা বৃষ্টিতে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকার সড়কে ভাঙন দেখা দিয়েছে। এতে করে পথচারী ও চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলা দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। স্থানীয়রা সতর্কতার জন্য লাঠির মাথায় লাল কাপড় বেঁধে ভাঙা অংশ চিহ্নিত করছেন।
স্থানীয়দের অভিযোগ, বেশ কিছু সড়কের পাশ ধসে পড়েছে। অটো, পাখি ভ্যান, মাইক্রোবাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন এসব রাস্তা দিয়ে চলাচল করে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পথচারী মো. আবির হোসেন বলেন, ‘বৃষ্টিতে রাস্তার পাশ ধসে গেছে। দ্রুত মেরামত না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। যানবাহন নিয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে।’
আরেক পথচারী সোহেল আহমেদ বলেন, ‘রাস্তাগুলো অনেক জায়গায় ভেঙে গেছে। এখনো সংস্কার হয়নি। দ্রুত উদ্যোগ না নিলে পরিবারগুলোর জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে।’
স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, ‘বিভিন্ন রাস্তা ভেঙে যাওয়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। অটো, ট্রাকসহ সব ধরনের যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এই রাস্তা। দ্রুত মেরামত না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
অটোচালক সাব্বির আহমেদ বলেন, ‘রাতে আমরা ঠিকমতো দেখতে পাই না। ভাঙা জায়গায় পড়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভালোভাবে মেরামত করলে প্রতিবছর আর এমনটা না-ও হতে পারে।’
ট্রাকচালক জীবন লিটন আলী বলেন, ‘দিনের বেলা তো কোনোভাবে বোঝা যায়, কিন্তু রাতে রাস্তা ভাঙা জায়গা চেনা যায় না। বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’
এ বিষয়ে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো আমরা পরিদর্শন করেছি। জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।’
গেল কয়েক দিনের টানা বৃষ্টিতে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকার সড়কে ভাঙন দেখা দিয়েছে। এতে করে পথচারী ও চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলা দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে। স্থানীয়রা সতর্কতার জন্য লাঠির মাথায় লাল কাপড় বেঁধে ভাঙা অংশ চিহ্নিত করছেন।
স্থানীয়দের অভিযোগ, বেশ কিছু সড়কের পাশ ধসে পড়েছে। অটো, পাখি ভ্যান, মাইক্রোবাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন এসব রাস্তা দিয়ে চলাচল করে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পথচারী মো. আবির হোসেন বলেন, ‘বৃষ্টিতে রাস্তার পাশ ধসে গেছে। দ্রুত মেরামত না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। যানবাহন নিয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে।’
আরেক পথচারী সোহেল আহমেদ বলেন, ‘রাস্তাগুলো অনেক জায়গায় ভেঙে গেছে। এখনো সংস্কার হয়নি। দ্রুত উদ্যোগ না নিলে পরিবারগুলোর জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে।’
স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, ‘বিভিন্ন রাস্তা ভেঙে যাওয়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। অটো, ট্রাকসহ সব ধরনের যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এই রাস্তা। দ্রুত মেরামত না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
অটোচালক সাব্বির আহমেদ বলেন, ‘রাতে আমরা ঠিকমতো দেখতে পাই না। ভাঙা জায়গায় পড়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভালোভাবে মেরামত করলে প্রতিবছর আর এমনটা না-ও হতে পারে।’
ট্রাকচালক জীবন লিটন আলী বলেন, ‘দিনের বেলা তো কোনোভাবে বোঝা যায়, কিন্তু রাতে রাস্তা ভাঙা জায়গা চেনা যায় না। বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’
এ বিষয়ে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো আমরা পরিদর্শন করেছি। জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।’
চট্টগ্রামের আনোয়ারার বরুমছড়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, নগদ টাকা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় মো. আব্দুল মজিদ (৪২) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
৪৩ মিনিট আগেসমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের পর দেশে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। তারা পরিকল্পিতভাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
১ ঘণ্টা আগেজুলকার নাইম বলেন, “ভাই, আমি মরি নাই। এখনো বেঁচে আছি। পত্রিকার পাতায় নিজের ছবি দেখে হতবাক হয়ে যাই। সকালে বাজারে গেলে পরিচিত অনেকে চেয়ে থাকে। কেউ কেউ তো বলেই বসেছে, তুই নাকি মারা গেছিস। বাড়ি ফিরে গিয়ে মা-বাবাকে সব খুলে বলেছি।”
১ ঘণ্টা আগেমামলার তদন্ত কর্মকর্তা নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুরসহ একাধিক মামলায় খোদাদাত খাঁন পিটু অভিযুক্ত। তাঁকে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
১ ঘণ্টা আগে