Ajker Patrika

মার্কিন ভিসা নীতি নিয়ে ভয়ের ব্যাপার নেই: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৬: ৪৫
মার্কিন ভিসা নীতি নিয়ে ভয়ের ব্যাপার নেই: পরিকল্পনামন্ত্রী

সকল দেশের নিজস্ব ভিসা নীতি থাকে; তাই মার্কিনদের ভিসা নীতি নিয়ে ভয়ের ব্যাপার নেই, আনন্দের ব্যাপারও নেই, এটা সাধারণ ব্যাপার বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মার্কিনরা নতুন যেটা বলছে, বাংলাদেশে কেউ যদি নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেয়, তাঁকে আমরা বিবেচনা করব না, ভিসা দেব না। প্রত্যেকের ভিসা নীতি থাকে। প্রত্যেক রাষ্ট্রের অধিকার আছে তার ভিসা নীতি সংস্কার করা, পরিবর্তন করা। আমাদেরও ভিসা নীতি আছে। এটা নতুন কিছু নয়। মার্কিনরা বলছে, যারা নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেবে, তাদের ভিসা দেব না।’ 

এ সময় মন্ত্রী আরও বলেন, বাধা দেওয়ার রেকর্ড কাদের আছে? আগুন দেওয়ার রেকর্ড কাদের আছে? ২০১৪ সালে কারা ভোটকেন্দ্র পুড়িয়েছে? কারা রেললাইন উঠিয়েছিল? এবার কারা দিনরাত বলছে ভোট হতে দেব না? ভোট হতে দেব না; এ বেআইনি কথা আওয়ামী লীগ বলে? আমরা বলি? যে সকল ব্যক্তি এই ধরনের আচরণ করবে, তাঁদের জন্য ভিসা নীতি প্রয়োগ হবে। এটি মার্কিনদের ব্যাপার। ভয়ের ব্যাপার নেই, আনন্দেরও ব্যাপার নেই। এ টা সাধারণ ব্যাপার।’ 

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মিজানুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সারা বিশ্বে ৩০ কোটি বাঙালি রয়েছে। এর মধ্যে বাংলাদেশেই আছে ১৮ কোটি বাঙালি। বাকি ১২ কোটি সারা বিশ্বে। বাঙালিদের মানসম্মান, মর্যাদা রক্ষা করার দায়িত্ব বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার।’ 

মন্ত্রী বলেন, ‘আমরা বাঙালিরা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চাই। সংঘাত, সংঘর্ষ সাম্প্রদায়িকতা চাই না। সবাই মিলে মিশে দেশকে এগিয়ে নিতে চাই। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী বাঙালির সুনাম নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’ 

থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পালের পরিচালনায় এতে বক্তব্য দেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কমিউনিটি নেতা বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত