হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মদরিছ মিয়া তালুকদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত মদরিছ মিয়া তালুকদার পশ্চিমভাগ গ্রামের আব্দুস শুক্কুর তালুকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিবপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার এবং সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল।
এরই জেরে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আলী আমজাদ তালুকদার পক্ষের তৌফিক মিয়া তালুকদারের সঙ্গে অন্য পক্ষের হারুন মিয়ার (বড় মিয়া) পুকুরের জমি নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে তৌফিক মিয়ার ভাই মদরিছ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা মদরিছ মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে পশ্চিমভাগ গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, মদরিছ মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে।
এ বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মদরিছ মিয়া তালুকদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত মদরিছ মিয়া তালুকদার পশ্চিমভাগ গ্রামের আব্দুস শুক্কুর তালুকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিবপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার এবং সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল।
এরই জেরে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আলী আমজাদ তালুকদার পক্ষের তৌফিক মিয়া তালুকদারের সঙ্গে অন্য পক্ষের হারুন মিয়ার (বড় মিয়া) পুকুরের জমি নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে তৌফিক মিয়ার ভাই মদরিছ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা মদরিছ মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে পশ্চিমভাগ গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, মদরিছ মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে।
এ বিষয়ে জানতে চাইলে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাত আড়াইটা থেকে তিনটা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘তুমি কে? আমি কে? আছিয়া, আছিয়া’...
২৬ মিনিট আগেবিছানায় দুই হাত-দুই পা চারটি মোটা নাইলনের দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। হাতে-পায়ে যে অংশে বাঁধা সেখানে কালচে দাগ পড়ে গেছে। যখন নির্যাতন চলে, তখন মাঝেমধ্যে বাইরে থেকেও আর্তনাদ শোনা যায়। এমন মুমূর্ষু অবস্থায়ও ছাড় পাননি চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া শান্তিনগর নিরাপদ হাউজিং সোসাইটির সত্তরোর্ধ্ব ব্যবসায়ী...
৩৫ মিনিট আগেদেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল শনিবার রাত ১২টার দিকে বিক্ষোভ মিছিল করে রাজু ভাস্কর্যে অবস্থান নেন শিক্ষার্থীরা। ঘোষিত হয় ধর্ষণবিরোধী মঞ্চ। এ সময় তাঁরা ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং মাগুরার শিশু আসিয়ার সঙ্গে সহিংসতায়...
১ ঘণ্টা আগেগাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) শফিউল ইসলামের ঘুষ চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে। এতে ওই প্রকৌশলীকে প্রকল্পের টাকা ছাড়ে এক ঠিকাদারের কাছে ৬ শতাংশ ঘুষ দাবি করতে শোনা যায়।
৬ ঘণ্টা আগে