জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
লন্ডনে টেমস নদী থেকে সুমা বেগম নামে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১১ মে) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী আমিনুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
লন্ডন পুলিশ গণমাধ্যমকে জানায়, বর্তমানে সুমা বেগমের (২৪) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সুমার স্বামী আমিনুর রহমানের বিরুদ্ধে আদালতে হত্যার অভিযোগ আনা হয়েছে। সুমা বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ঠাকুর মিয়ার মেয়ে।
সুনামগঞ্জে সুমার স্বজনেরা জানান, চার বছর আগে বোনের দেবর ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ঘোড়াডুমবুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আমিনুর রহমানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সুমা বেগমের। বিয়ের কিছুদিন পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান সুমা। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের অরচার্ড প্যালেসের একটি বাসায় থাকতেন এই দম্পতি। তাঁদের আড়াই বছর ও চার মাসের দুটি সন্তান রয়েছে।
লন্ডন পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল আমিনুর রহমানকে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ এসে আমিনুরকে জিজ্ঞাসা করলে তিনি পুলিশকে বলেন তাঁর স্ত্রী সুমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আমিনুর।
এরপর থেকে সুমাকে খুঁজতে শুরু করে পুলিশ। এর মধ্যে সুমার স্বামী আমিনুর আত্মগোপন করলে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
লন্ডন মহানগর পুলিশ স্থানীয় এক বাসিন্দার ফোন কল পেয়ে গত বুধবার (১০ মে) সকালে টেমস নদী থেকে সুমার লাশ উদ্ধার করে।
পুলিশ ১১ দিন খোঁজার পর টেমস নদীতে ফেলে দেওয়া স্থান থেকে প্রায় ছয় মাইল দূর থেকে গতকাল বৃহস্পতিবার সুমার মরদেহ উদ্ধার করে।
লন্ডনের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকা এক প্রতিবেদনে জানায়, গত ৯ মে আমিনুর রহমানকে ফৌজদারি আদালতে উপস্থাপন করা হয়। আগামী ২৫ জুলাই আমিনুরের রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন বিচারক নাইজেল লিকলি কেসি।
আদালতের কৌঁসুলি টম ব্রুমফিল্ডের উদ্ধৃতি দিয়ে লন্ডনের দ্য সান পত্রিকা এক প্রতিবেদনে জানায়, ‘সুমা বেগমকে হত্যা করে বা জীবিত অবস্থায় হাত-পা বেঁধে স্যুটকেসে ভরে টেমস নদীতে ফেলে দেওয়া হয়।’
লন্ডনে টেমস নদী থেকে সুমা বেগম নামে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১১ মে) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী আমিনুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
লন্ডন পুলিশ গণমাধ্যমকে জানায়, বর্তমানে সুমা বেগমের (২৪) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সুমার স্বামী আমিনুর রহমানের বিরুদ্ধে আদালতে হত্যার অভিযোগ আনা হয়েছে। সুমা বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ঠাকুর মিয়ার মেয়ে।
সুনামগঞ্জে সুমার স্বজনেরা জানান, চার বছর আগে বোনের দেবর ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ঘোড়াডুমবুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আমিনুর রহমানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সুমা বেগমের। বিয়ের কিছুদিন পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান সুমা। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের অরচার্ড প্যালেসের একটি বাসায় থাকতেন এই দম্পতি। তাঁদের আড়াই বছর ও চার মাসের দুটি সন্তান রয়েছে।
লন্ডন পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল আমিনুর রহমানকে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ এসে আমিনুরকে জিজ্ঞাসা করলে তিনি পুলিশকে বলেন তাঁর স্ত্রী সুমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আমিনুর।
এরপর থেকে সুমাকে খুঁজতে শুরু করে পুলিশ। এর মধ্যে সুমার স্বামী আমিনুর আত্মগোপন করলে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
লন্ডন মহানগর পুলিশ স্থানীয় এক বাসিন্দার ফোন কল পেয়ে গত বুধবার (১০ মে) সকালে টেমস নদী থেকে সুমার লাশ উদ্ধার করে।
পুলিশ ১১ দিন খোঁজার পর টেমস নদীতে ফেলে দেওয়া স্থান থেকে প্রায় ছয় মাইল দূর থেকে গতকাল বৃহস্পতিবার সুমার মরদেহ উদ্ধার করে।
লন্ডনের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকা এক প্রতিবেদনে জানায়, গত ৯ মে আমিনুর রহমানকে ফৌজদারি আদালতে উপস্থাপন করা হয়। আগামী ২৫ জুলাই আমিনুরের রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন বিচারক নাইজেল লিকলি কেসি।
আদালতের কৌঁসুলি টম ব্রুমফিল্ডের উদ্ধৃতি দিয়ে লন্ডনের দ্য সান পত্রিকা এক প্রতিবেদনে জানায়, ‘সুমা বেগমকে হত্যা করে বা জীবিত অবস্থায় হাত-পা বেঁধে স্যুটকেসে ভরে টেমস নদীতে ফেলে দেওয়া হয়।’
সাত দিন ধরে নিখোঁজ সিলেটের লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে অপহরণকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
১১ মিনিট আগেবাল্যবিবাহ রোধ করতে কনের ন্যূনতম বয়স ১৬ বছর এবং বরের ১৮ বছর নির্ধারণসহ ১৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত ‘বিবাহ ও তালাক রেজিস্ট্রারদের যৌক্তিক দাবিসংক্রান্ত’ সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি বাসায় পরিবারের সদস্যদের জিম্মি করে দিনদুপুরে ডাকাতিচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এর আগে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বাসার ভেতরে থাকা ডাকাত দলকে ছত্রভঙ্গ করে দেয়।
১ ঘণ্টা আগেরাজশাহীতে অটোরিকশাকে একটি বাস চাপা দেওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে