সুনামগঞ্জ ও শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরাঞ্চলের বোরো ধান কাটার উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ বুধবার দুপুরে উপজেলার ডেকার হাওরের আস্তমা গ্রামে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসল ঘরে তুলতে না পারলে সারা দেশে অভাব দেখা দেয়। যে বছর সুনামগঞ্জের কৃষকেরা ধান শান্তিমতো ঘরে তুলতে পারেন, সে বছর সারা দেশের মানুষ কম দামে চাল খেতে পারেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আগাম বন্যার আশঙ্কা আছে। তারপরও এর ভেতরেই আমরা জেলার সব ধান কাটার চেষ্টা করব এবং দ্রুত ধান কাটার জন্য সুনামগঞ্জে এক হাজার কম্বাইন্ড হারভেস্টর মেশিন দেওয়া হয়েছে।’
উদ্বোধন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বোরো ধান কর্তনবিষয়ক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘বিগত ১৪ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের একটি মানুষও না খেয়ে মরেননি। আপনারা দেখাতে পারবেন না, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একটি মানুষ খাদ্যের অভাবে মারা গেছেন। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। আমাদের কৃষিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে।’
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘প্রতিবছরই হাওরের ফসল রক্ষায় আমরা ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে আসছি বিধায় কৃষকদের বোরো ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে পারছি।’
সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক জাকির জাফরান ও শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সকিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবা, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মহাপরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ, পুলিশ সুপার এহসান শাহ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক নোমান বখত পলিনসহ অনেকে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরাঞ্চলের বোরো ধান কাটার উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ বুধবার দুপুরে উপজেলার ডেকার হাওরের আস্তমা গ্রামে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসল ঘরে তুলতে না পারলে সারা দেশে অভাব দেখা দেয়। যে বছর সুনামগঞ্জের কৃষকেরা ধান শান্তিমতো ঘরে তুলতে পারেন, সে বছর সারা দেশের মানুষ কম দামে চাল খেতে পারেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আগাম বন্যার আশঙ্কা আছে। তারপরও এর ভেতরেই আমরা জেলার সব ধান কাটার চেষ্টা করব এবং দ্রুত ধান কাটার জন্য সুনামগঞ্জে এক হাজার কম্বাইন্ড হারভেস্টর মেশিন দেওয়া হয়েছে।’
উদ্বোধন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বোরো ধান কর্তনবিষয়ক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘বিগত ১৪ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের একটি মানুষও না খেয়ে মরেননি। আপনারা দেখাতে পারবেন না, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একটি মানুষ খাদ্যের অভাবে মারা গেছেন। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। আমাদের কৃষিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে।’
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘প্রতিবছরই হাওরের ফসল রক্ষায় আমরা ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে আসছি বিধায় কৃষকদের বোরো ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে পারছি।’
সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক জাকির জাফরান ও শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সকিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবা, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মহাপরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ, পুলিশ সুপার এহসান শাহ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক নোমান বখত পলিনসহ অনেকে।
ফতুল্লায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) সামছুল হক সরকার। গতকাল বুধবার রাতে সদর উপজেলার মাসদাইর ঘোষের বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেরাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৫) নামের আরও এক শিক্ষার্থী মারা গেছে। সে অষ্টম শ্রেণিতে পড়ত। এ ঘটনায় এ পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩১ জন হলো।
৮ মিনিট আগেদুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে পূর্বাচলে বিধিবহির্ভূতভাবে প্লট নেওয়ার অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মনিরুল ইসলামকে প্রধান করে সাত সদস্যের দল গঠন করা হয়েছে। এতে সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা
১১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কাযার্লয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
১২ মিনিট আগে