সুনামগঞ্জ ও শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরাঞ্চলের বোরো ধান কাটার উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ বুধবার দুপুরে উপজেলার ডেকার হাওরের আস্তমা গ্রামে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসল ঘরে তুলতে না পারলে সারা দেশে অভাব দেখা দেয়। যে বছর সুনামগঞ্জের কৃষকেরা ধান শান্তিমতো ঘরে তুলতে পারেন, সে বছর সারা দেশের মানুষ কম দামে চাল খেতে পারেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আগাম বন্যার আশঙ্কা আছে। তারপরও এর ভেতরেই আমরা জেলার সব ধান কাটার চেষ্টা করব এবং দ্রুত ধান কাটার জন্য সুনামগঞ্জে এক হাজার কম্বাইন্ড হারভেস্টর মেশিন দেওয়া হয়েছে।’
উদ্বোধন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বোরো ধান কর্তনবিষয়ক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘বিগত ১৪ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের একটি মানুষও না খেয়ে মরেননি। আপনারা দেখাতে পারবেন না, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একটি মানুষ খাদ্যের অভাবে মারা গেছেন। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। আমাদের কৃষিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে।’
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘প্রতিবছরই হাওরের ফসল রক্ষায় আমরা ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে আসছি বিধায় কৃষকদের বোরো ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে পারছি।’
সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক জাকির জাফরান ও শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সকিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবা, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মহাপরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ, পুলিশ সুপার এহসান শাহ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক নোমান বখত পলিনসহ অনেকে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরাঞ্চলের বোরো ধান কাটার উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ বুধবার দুপুরে উপজেলার ডেকার হাওরের আস্তমা গ্রামে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়।
এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসল ঘরে তুলতে না পারলে সারা দেশে অভাব দেখা দেয়। যে বছর সুনামগঞ্জের কৃষকেরা ধান শান্তিমতো ঘরে তুলতে পারেন, সে বছর সারা দেশের মানুষ কম দামে চাল খেতে পারেন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘আগাম বন্যার আশঙ্কা আছে। তারপরও এর ভেতরেই আমরা জেলার সব ধান কাটার চেষ্টা করব এবং দ্রুত ধান কাটার জন্য সুনামগঞ্জে এক হাজার কম্বাইন্ড হারভেস্টর মেশিন দেওয়া হয়েছে।’
উদ্বোধন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বোরো ধান কর্তনবিষয়ক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘বিগত ১৪ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের একটি মানুষও না খেয়ে মরেননি। আপনারা দেখাতে পারবেন না, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে একটি মানুষ খাদ্যের অভাবে মারা গেছেন। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। আমাদের কৃষিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে।’
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘প্রতিবছরই হাওরের ফসল রক্ষায় আমরা ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে আসছি বিধায় কৃষকদের বোরো ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে পারছি।’
সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক জাকির জাফরান ও শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সকিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবা, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মহাপরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ, পুলিশ সুপার এহসান শাহ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক নোমান বখত পলিনসহ অনেকে।
চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
৩ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩৩ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩৪ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে