Ajker Patrika

বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৮: ৫০
অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা
অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, এই ঘটনার পেছনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গতকাল গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজাকে এবং নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিশোধ নিতে কার্যালয়ে ককটেল হামলা চালানো হয়।

গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রায়হান আলী বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। দুই নেতা গ্রেপ্তারের পর রাতেই ককটেল হামলার মাধ্যমে তারা প্রতিক্রিয়া দেখাতে পারে। আশা করি, পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এটা কে বা কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিএনপির অভিযোগ, এটা আওয়ামী লীগের লোকজন ঘটিয়েছে—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘বিএনপির কোনো লোক আমাদের কাছে এমন অভিযোগ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

রাজশাহীতে যুব ও ছাত্রদলের নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত