Ajker Patrika

বেইলি সেতুর পাটাতন খুলে মহাসড়কে যান চলাচল বন্ধ, ১২ ঘণ্টা পর সচল

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাটাগাঙ্গ বেইল সেতুর মেরামত কাজ চলছে। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাটাগাঙ্গ বেইল সেতুর মেরামত কাজ চলছে। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় টানা ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে মেরামতকাজ শেষে পুনরায় যান চলাচল শুরু হয়েছে।

এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝুঁকিপূর্ণ ওই বেইলি সেতুর পাটাতন খুলে সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সেতুর উভয় পাশে ১০ টনের অধিক যানবাহন চলাচলে সতর্কতা সাইনবোর্ড রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যানবাহন চলাচলে এমন ঘটনা ঘটছে। নতুন সেতু নির্মাণে দরপত্রের প্রক্রিয়া চলমান রয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে কাটাগাঙ্গ বেইল সেতুর মেরামত কাজ চলছে। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাটাগাঙ্গ বেইল সেতুর মেরামত কাজ চলছে। আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

জানা গেছে, সর্বশেষ গত ১৬ নভেম্বর সিমেন্টবোঝাই একটি ট্রাক পারাপারের সময় স্টিলের পাটাতন খুলে গেলে গাড়িটি আটকে যায়। ফলে ২৭ ঘণ্টা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যানচলাচল বন্ধ হয়ে যায়।

এ ছাড়া কয়েক দিন পরপর ঝুঁকিপূর্ণ ওই সেতুর পাটাতন খুলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সেতুটি ভেঙে ট্রাকডুবির ঘটনায় দুজন নিহতের পরও বন্ধ হয়নি ভারী যানবাহন চলাচল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত