Ajker Patrika

মাটি কাটার সময় দুর্ঘটনায় এক্সকাভেটরচালক নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১২: ০০
মাটি কাটার সময় দুর্ঘটনায় এক্সকাভেটরচালক নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলার হরিতলা গ্রামে সড়কের পাশে এক্সকাভেটর দিয়ে মাটি কাটার সময় দুর্ঘটনায় চালক সেলিম মিয়া (২৬) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে মারা যান তিনি। 

নিহত সেলিম মিয়া হরিতলা গ্রামের রফিক মিয়ার ছেলে।

জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে হরিতলা গ্রামের সড়কের পাশে এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটার সময় দুর্ঘটনার শিকার হন সেলিম মিয়া। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সেলিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, নিহত সেলিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত