ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে আলোচিত সুজন হত্যা মামলা সালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার, ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রাণ গোপাল চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন চন্দ্র বর্মণ ও পার্শ্ববর্তী চামরদানী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম নুরু তাঁদের দাপ্তরিক সিল-স্বাক্ষর ব্যবহার করে হত্যা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এর প্রমাণ পেয়ে জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের গত ৫ মার্চ ১৯৫ নম্বর প্রজ্ঞাপনে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।
এর সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ,২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ওই পদ থেকে তাঁদের কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালত এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারসহ তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করার একটি প্রজ্ঞাপন পেয়েছি।’
সুনামগঞ্জের মধ্যনগরে আলোচিত সুজন হত্যা মামলা সালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার, ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রাণ গোপাল চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন চন্দ্র বর্মণ ও পার্শ্ববর্তী চামরদানী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম নুরু তাঁদের দাপ্তরিক সিল-স্বাক্ষর ব্যবহার করে হত্যা মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এর প্রমাণ পেয়ে জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের গত ৫ মার্চ ১৯৫ নম্বর প্রজ্ঞাপনে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।
এর সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ,২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী ওই পদ থেকে তাঁদের কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালত এ বিষয়ে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদারসহ তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করার একটি প্রজ্ঞাপন পেয়েছি।’
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
২ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
১৮ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
৪২ মিনিট আগে