Ajker Patrika

কফিনের ঠিকানা বদলে যাওয়া আফসারের লাশ এল বাড়িতে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৪: ৩১
কফিনের ঠিকানা বদলে যাওয়া আফসারের লাশ এল বাড়িতে

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঠিকানা ভুলের কারণে চাঞ্চল্যের সৃষ্টি হওয়া গ্রিসপ্রবাসী আফসার মিয়ার (৪০) মরদেহ তাঁর স্বজনদের কাছে পৌঁছেছে। মৃত আফসার মিয়া দামোধরতপী গ্রামের মৃত জামসিদ আলীর বড় ছেলে। আফসার মিয়া স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার ভোরে আফসার মিয়ার লাশ বাড়িতে এসে পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তখন পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারেও চলে মাতম। পরে আজ সকাল ১০টায় দামোধরতপী মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরে তাঁর লাশ দাফন করা হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, গ্রিসে মৃত্যুবরণকারী আফসার মিয়ার লাশ তাঁর বাড়িতে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় গ্রামের কবরস্থানে মরদেহ সমাহিত করা হয়েছে।

উল্লেখ্য, আফসার মিয়া (৪০) দীর্ঘদিন ধরে গ্রিসে বৈধভাবে বসবাস করে আসছিলেন। লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি গ্রিসের অ্যাথেন্সের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। গত ১০ মার্চ আফসারের মরদেহ বাংলাদেশে আসার কথা ছিল।

সেদিন স্বজনেরা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান লাশ আনতে। কফিনের গায়ে আফসার মিয়ার নাম দেখে শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের বাড়ি নিয়ে যান স্বজনেরা। কিন্তু বাড়িতে কফিন খুলে দেখা যায় মরদেহ অন্য কারও। দূতাবাসে খোঁজ নিয়ে জানা যায়, ওই লাশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর জালাল মিয়ার। পরে সংশ্লিষ্ট থানার পুলিশের মাধ্যমে ঢাকার বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জালাল মিয়ার লাশ ফেরত নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত