নিজস্ব প্রতিবেদক, সিলেট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি না থাকায় জাল ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারকে চাপ ও হুমকি দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আজ রোববার বেলা ১২টায় ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন কেন্দ্রে প্রিসাইডিং অফিসার মো. নজরুল ইসলাম।
নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দায়িত্বে থাকা এই কেন্দ্রে মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ৭ শত ৯৪ জন। এখন পর্যন্ত ২ শত ভোট কাস্ট হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রে কোনো ভোটার নেই। এ জন্য কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা তেরা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি হাজী আলাউদ্দিনসহ অনেক নেতা আমাকে চাপ দিচ্ছে তাদের জাল ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সুযোগ দিতে রাজি না হওয়ায় তাঁরা আমাকে হুমকি দিচ্ছেন। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।’
অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘মাত্র একবারই গিয়েছিলাম। এ রকম কিছু হলে তো উনি ধরবে। ধরল না কেন? আর আইনশৃঙ্খলা বাহিনীও তো আছে। এসব অযথা কথাবার্তা।’
বিকেল সাড়ে তিনটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের দিকে প্রিসাইডিং অফিসার আমাকে বিষয়টি অবগত করার সঙ্গে সঙ্গেই বিজিবি পাঠিয়েছি এবং সুষ্ঠু ভোটগ্রহণে ব্যবস্থা গ্রহণ করেছি। ওই কেন্দ্রে বেলা ২টা পর্যন্ত মাত্র ৭ / ৮ পারসেন্ট ভোট পড়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’
এদিকে, অনিয়ম ও নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগে এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন (সোনালি আশঁ)। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসন। সেখানে নৌকার প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এ ছাড়া এই আসনে ইসলামী ঐক্যজোটের নাজিম উদ্দিন (মিনার) প্রার্থী হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি না থাকায় জাল ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারকে চাপ ও হুমকি দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আজ রোববার বেলা ১২টায় ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন কেন্দ্রে প্রিসাইডিং অফিসার মো. নজরুল ইসলাম।
নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দায়িত্বে থাকা এই কেন্দ্রে মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ৭ শত ৯৪ জন। এখন পর্যন্ত ২ শত ভোট কাস্ট হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রে কোনো ভোটার নেই। এ জন্য কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা তেরা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি হাজী আলাউদ্দিনসহ অনেক নেতা আমাকে চাপ দিচ্ছে তাদের জাল ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সুযোগ দিতে রাজি না হওয়ায় তাঁরা আমাকে হুমকি দিচ্ছেন। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।’
অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘মাত্র একবারই গিয়েছিলাম। এ রকম কিছু হলে তো উনি ধরবে। ধরল না কেন? আর আইনশৃঙ্খলা বাহিনীও তো আছে। এসব অযথা কথাবার্তা।’
বিকেল সাড়ে তিনটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের দিকে প্রিসাইডিং অফিসার আমাকে বিষয়টি অবগত করার সঙ্গে সঙ্গেই বিজিবি পাঠিয়েছি এবং সুষ্ঠু ভোটগ্রহণে ব্যবস্থা গ্রহণ করেছি। ওই কেন্দ্রে বেলা ২টা পর্যন্ত মাত্র ৭ / ৮ পারসেন্ট ভোট পড়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’
এদিকে, অনিয়ম ও নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগে এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সিলেট-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন (সোনালি আশঁ)। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসন। সেখানে নৌকার প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এ ছাড়া এই আসনে ইসলামী ঐক্যজোটের নাজিম উদ্দিন (মিনার) প্রার্থী হয়েছেন।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৭ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে