Ajker Patrika

এমসি কলেজে সাংবাদিকতাবিষয়ক কর্মশালা

সিলেট প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৩৮
সিলেটের এমসি কলেজে গতকাল রোববার সাংবাদিকতাবিষয়ক কর্মশালা শেষে সনদ বিতরণ করেন অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
সিলেটের এমসি কলেজে গতকাল রোববার সাংবাদিকতাবিষয়ক কর্মশালা শেষে সনদ বিতরণ করেন অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

সিলেটের এমসি (মুরারি চাঁদ) কলেজে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি দ্বিতীয়বারের মতো এই আয়োজন করে। কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২১১০ নম্বর কক্ষে এই কর্মশালা হয়।

সমাপনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘সাংবাদিকতা করার জন্য আপনাকে যেকোনো বিষয়ে পুরোটা জানতে হবে, বুঝতে হবে। আমি যে বিষয়টি নিয়ে লিখি, সেটির বিশ্লেষণ আছে কি না, সেটা দেখতে হবে। তাহলে হবে জার্নালিজম (সাংবাদিকতা)। সুতরাং, সাংবাদিকতা হতে হবে বিশ্লেষণমূলক। এতে করে আপনারা নিজের লক্ষ্য পৌঁছাতে পারবেন।’

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সহসভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, সাংবাদিক সুমন কুমার দাশ, ইয়াহ্ইয়া মারুফ। স্বাগত বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।

দিনব্যাপী এই সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণ দেন ‘এখন টেলিভিশনে’র সাংবাদিক গোলজার আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহবুব এ রহমান, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল হুদা।

সিলেটের এমসি কলেজে গতকাল রোববার সাংবাদিকতাবিষয়ক কর্মশালা শেষে সনদ বিতরণ করেন অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
সিলেটের এমসি কলেজে গতকাল রোববার সাংবাদিকতাবিষয়ক কর্মশালা শেষে সনদ বিতরণ করেন অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি সোহেল আহমদ, সাবেক সভাপতি জাবির আহমদ, আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রায়হানুল নবী, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত