Ajker Patrika

হবিগঞ্জে রেজা কিবরিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে রেজা কিবরিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ শহরে ঝাড়ু মিছিল করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের প্রধান সড়কে সাধারণ জনতার ব্যানারে এই মিছিল করা হয়। হবিগঞ্জের শায়েস্তানগর থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট মসজিদের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, এক-এগারোর সময় বিনা অপরাধে তৎকালীন এক সেনা কর্মকর্তার ষড়যন্ত্রের শিকার হয়ে গ্রেপ্তার হয়েছিলেন জি কে গউছ। পরবর্তী সময়ে ওই আমলে করা সব মিথ্যা মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। কিন্তু সেই এক-এগারোর প্রেতাত্মারা আবারও যড়যন্ত্র শুরু করেছে। এবার ড. রেজা কিবরিয়া হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা জি কে গউছের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সভায় বক্তব্য দেন মামুনুর রশিদ মামুন, শাহ মোহাম্মদ মুসলিম, এনামুল হক খান, কামাল খান, মামুন আহমেদ, আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, জোনায়েদ আহমেদ, আক্কাস আলী, হারিছ মিয়া, গোলাপ খান, আনোয়ার আলী, আনিসুজ্জামান চৌধুরী জেবু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত