Ajker Patrika

সিলেটে ২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

সিলেট প্রতিনিধি
সিলেটে ২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

সিলেটে ১৮ মাস ধরে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে জব্দ করা প্রায় ২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিজিবি-১৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে ওই মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে-৬৫ হাজার ৬০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ৯ হাজার ৫৬৭ বোতল ফেনসিডিল ও ৫ হাজার ৮৬ পিস ইয়াবা।

বিজিবি জানান, ২০২১ সালের ১ মার্চ থেকে চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত ভারত থেকে সীমান্ত পথে অবৈধভাবে নিয়ে আসা ওই সব মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করেছে বিজিবি। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা।

বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচ এম সেলিম হাসান মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৮ মাস ধরে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্যগুলোর জব্দ করা হয়। সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য প্রবেশ বন্ধ করতে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে। মূলত মাদকের বিরুদ্ধে সক্রিয় রয়েছে বিজিবি।

ওই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত