Ajker Patrika

২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৯: ৫২
২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম

দুই কেজি গরুর মাংসে ৪০০ গ্রাম কম। খাসির মাংস বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দামে। গতকাল শনিবার মৌলভীবাজার শহরে অভিযান পরিচালনা করতে গিয়ে এ রকম অসংখ্য অসংগতি পেয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। 

বিভিন্ন অনিয়ম ও প্রতারণার জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার-এর সহকারী পরিচালক আল আমিন। 

অভিযানে ওজনে কম দেওয়া, মূল্যতালিকা না রাখা, অতিরিক্ত দামে মাংস বিক্রি করা, নিচে ছোট মাছ দিয়ে ওপরে বড় মাছ পরিবেশন করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিম বাজারে অবস্থিত খালিক মাংসের দোকানকে ৫ হাজার টাকা, সুমনের মুরগির দোকানকে ৪ হাজার টাকা, মাহবুর মিয়ার মাছের দোকানকে ৫০০ টাকা, ইকবাল মিট হাউসকে ৫ হাজার টাকা, শাহ মোস্তফা সবজি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সহযোগিতায় শনিবার মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার, শাহ মোস্তফা রোড, কোর্ট রোড, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, মাছ ও মাংসের বাজার, খেজুরের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত