Ajker Patrika

বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অধ্যাপক এম শমশের আলী। সংগৃহীত ছবি
অধ্যাপক এম শমশের আলী। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এম শমশের আলী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

আজ রোববার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর খবরটি জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড. এম শমশের আলী স্যার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত