Ajker Patrika

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ

কামারখন্দ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৪: ৩২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা। আজ রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করেন তাঁরা।

এতে ঢাকা-পাবনা মহাসড়কে এক ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে রয়েছেন। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

এক শিক্ষার্থী বলেন, ‘সরকার অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার কোটি টাকার বাজেট দিলেও আমাদের জন্য ৫০০ কোটি টাকার প্রকল্পও অনুমোদন করছে না। আমরা স্থায়ী ক্যাম্পাস না পেলে কঠোর কর্মসূচিতে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত