Ajker Patrika

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কুষ্টিয়া প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় এক যুবককে মারধর করে বেঁধে রেখে তাঁর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার একটি সড়কে এ ঘটনা ঘটে। রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

ধর্ষণের এ ঘটনায় আজ রোববার দুপুরে থানায় মামলা করেছেন ওই নারীর স্বামী। গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেড়ামারার মসলেমপুর গ্রামের কালু প্রামাণিক (৪৬), ষোলদাগ গ্রামের মুর্শিদ শেখ (৪৫), টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলি (২৪)।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ (২৪) ভেড়ামারা উপজেলার একটি খাবার হোটেলে রান্নার কাজ করেন। প্রতিদিনের মতো গতকাল কাজ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে স্বামীর সঙ্গে একটি ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ছয়-সাতজন ব্যক্তি ভ্যানের গতিরোধ করেন। তাঁরা ভ্যানচালক ও ওই গৃহবধূর স্বামীকে মারধর করেন। স্বামীকে মারধরের পর তাঁকে বেঁধে রাখা হয়। পরে সড়কের পাশে একটি লিচুবাগানে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

খবর পেয়ে ভেড়ামারা থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে। একই সঙ্গে ঘটনার শিকার নারী ও তাঁর স্বামীকে পুলিশ হেফাজতে নেয়।

ভুক্তভোগী গৃহবধূ, তাঁর স্বামী ও ভ্যানচালকের বরাত দিয়ে কুষ্টিয়ার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, প্রাথমিক তদন্তে তিনজন ওই গৃহবধূকে ধর্ষণ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গৃহবধূকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আসামিদের আদালতে নেওয়া হবে। থানায় মামলা হয়েছে। আরও যাঁরা জড়িত, তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

পাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত