Ajker Patrika

বাহুবলে রাজু হত্যার দেড় বছর পর আসামি গ্রেপ্তার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৪: ০০
বাহুবলে রাজু হত্যার দেড় বছর পর আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে রাজু খান (২২) হত্যার দেড় বছর পর আসামি বাচ্চু মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোর ৪টার দিকে উপজেলার মিরপুরের বানিয়াগাঁও মাদ্রাসাসংলগ্ন স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাচ্চু মিয়া মিরপুরের রূপশংকর গ্রামের ইয়াদুল হোসেনের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, বিগত ১২/১১/২০২০, বৃহস্পতিবার রাতে উপজেলার মিরপুরের কামারগাঁও গ্রামের ফিরোজ খানের ছেলে রাজু খানকে হত্যার উদ্দেশ্যে আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাচ্চু মিয়ার ঘরে রাজুর মুখ বেঁধে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। এ সময় রাজু অজ্ঞান হয়ে গেলে তাঁকে পার্শ্ববর্তী পশ্চিম ভাদেশ্বর গ্রামের দোকানের পাশে ফেলে রেখে আসামিরা চলে যায়। পরে খবর পেয়ে রাজুর পরিবারের লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে ভর্তিরত অবস্থায় রাজুর কাছ থেকে ঘটনার বর্ণনা শোনে তাঁর পরিবার। এ সময় রাজুর অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে রাজু মারা যান। 

ঘটনার পরপরই রাজুর বাবা ফিরোজ খান বাদী হয়ে আটজনের নাম উলে­খসহ দুই-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা দায়ের করেন। 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি বাচ্চু মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত