Ajker Patrika

ছাতকে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু 

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ওই ব্যক্তির নাম আজমির আলী (৪২)। তিনি ওই গ্রামের আশ্রব আলীর ছেলে। এ ঘটনায় আজমির আলীর ছেলে আক্তার হোসেনও (১৬) আহত হয়েছে। তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

নোয়ারাই ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল মিয়া আজকের পত্রিকাকে জানান, মাঝপাড়া গ্রামের একটি পুকুরের ওপর দিয়ে টানা বিদ্যুতের লাইন ছিড়ে পানিতে পড়ে যায়। দুপুরে এ পুকুরে মাছ ধরতে যান আজমির ও তাঁর ছেলে আক্তার হোসেন। পুকুরের পানিতে নামার সঙ্গে সঙ্গে বাবা ও ছেলে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই মারা যান আজমির আলী। গ্রামের লোকজন আহত আক্তার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

রাসেল মিয়া আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত