Ajker Patrika

শাবিপ্রবিতে কমেছে বন্যার পানি

শাবিপ্রবি প্রতিনিধি
শাবিপ্রবিতে কমেছে বন্যার পানি

টানা তিন দিন ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা কবলিত হওয়ার পর আজ রোববার থেকে পানি কমতে শুরু করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে। কর্তৃপক্ষ বলছেন, বৃষ্টি কমে গেলে বন্যার পানি থেকে মুক্তি পাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 

বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘এক কিলো রোড’, প্রধান ফটক, কেন্দ্রীয় গ্রন্থাগার, একাডেমিক ভবন বি, ইউনিভার্সিটি সেন্টারগুলো সম্পূর্ণ পানি মুক্ত রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ ও ডি, চেতনা ‘৭১, প্রশাসনিক ভবন-১ ও ২ এবং ছাত্রী হলে পানির পরিমাণ কমতে শুরু করেছে। 

ক্যাম্পাসে অবস্থানরত সাব্বির আহমেদ নামের একজন শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসে আগের তুলনায় অনেকটা পানি কমে গেছে। বিদ্যুৎ সংযোগও পুনরায় চালু হয়েছে। তবে সুনামগঞ্জের মানুষদের অবস্থা বেগতিক। তাদের প্রাণে বাঁচাতে উদ্ধার তৎপরতা আরও বাড়ানো দরকার।’ 

 শাবিপ্রবিতে কমতে শুরু করেছে বন্যার পানিবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী মাসুম বিল্লা বলেন, ‘বৃষ্টি না থাকার কারণে ক্যাম্পাসের পানি সরে গিয়ে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ক্যাম্পাসে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। হলেও রাত থেকে বিদ্যুৎ সংযোগ অব্যাহত রয়েছে। তবে ওয়াইফাই নাই।’ 

এদিকে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হওয়ার ব্যাপারে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বৃষ্টি কমে গেলে বন্যার পানি থেকে একেবারে মুক্তি পাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শাবিপ্রবিতে কমতে শুরু করেছে বন্যার পানিতবে ক্যাম্পাসে পানির পরিমাণ কমে গেলেও এখনো বন্যার হাত থেকে রক্ষা পায়নি সিলেট-সুনামগঞ্জ এলাকা। আমাদের বেশির ভাগ শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বাসায় চলে গেছে। তাই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে পরবর্তীতে পুনরায় ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত