Ajker Patrika

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে প্রকৌশলীকে ‘হুমকি’, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০১: ৪৭
লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে প্রকৌশলীকে ‘হুমকি’, থানায় জিডি

সিলেটে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে দুই সপ্তাহ ধরে। রাত-দিন সমানতালে চলছে লোডশেডিং। এদিকে এক গ্রাহক স্থানীয় পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) এক প্রকৌশলীকে হুমকি দিয়েছেন বলে জানায় জিডি করেছেন।

গতকাল মঙ্গলবার সিলেট কোতোয়ালি থানায় জিডি করেন ওই প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে প্রকৌশলী শামছ-ই-আরেফিনের সরকারি মোবাইলে অজ্ঞাতনামা এক ব্যক্তি কল করেন। তিনি প্রথমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চান। এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। একপর্যায়ে ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেন। এ ঘটনায় প্রকৌশলী শামছ-ই-আরেফিন ও তাঁর দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এলাকাবাসীর অভিযোগ, গত ২৪ ঘণ্টার মধ্যে ১০ থেকে ১২ ঘণ্টারও বেশি সময় নগরে লোডশেডিংয় হয়েছে। নগর ও আশপাশের এলাকায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ বিদ্যুৎ গ্রাহকেরা। এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে ২ / ৩ ঘণ্টাই অন্ধকারে থাকতে হয়। ঈদের পরই ৩০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। ফলে লোডশেডিং ও গরমের তীব্রতায় শিক্ষার্থীদের পড়ালেখাও ব্যাহত হচ্ছে। এ অবস্থায় গত রোববার রাতে নগরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।

আজ বুধবার সন্ধ্যায় জিডির বিষয়টি নিশ্চিত করে সিলেট নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘প্রকৌশলী জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত