Ajker Patrika

বড়লেখা সীমান্তে ১০টি ভারতীয় মহিষ জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৪: ৫২
অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ১০টি মহিষ। ছবি: আজকের পত্রিকা
অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ১০টি মহিষ। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা ১০টি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লাতু সীমান্তবর্তী এলাকার বরাইল নামক স্থান থেকে মহিষগুলো আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, লাতু বিওপির একটি টহল দল সীমান্তের নিকটবর্তী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। টহল চলাকালীন টহল দল কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে বাংলাদেশে মহিষ পাচার করতে দেখে। চোরাকারবারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘন জঙ্গলে দৌড়ে পালিয়ে যায়। পরে টহল দল সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বরাইল নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত