ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় প্রায় ২০ জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
ছাতক পৌর শহরের ভাসখালা ও কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষে ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত সুরমা ব্রিজের গোলচত্বর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত সাইফুল ইসলাম, মামুন ও সজীবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সাইফুল ইসলামের মৃত্যু হয়। সাইফুল ইসলাম মুক্তিরগাঁও গ্রামের চমক আলীর ছেলে। এ ঘটনায় ওই এলাকার রাজ্জাক, জসিম, কুটিলাল, আফতাব উদ্দিনসহ আহত অনেকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার গোলচত্বর এলাকায় তরুণ-তরুণী টিকটক ভিডিও করার সময় তাঁদের বাধা দেন ভাসখালা গ্রামের আহাদ মিয়ার ছেলে রাজ্জাক, আহমদ আলীর ছেলে মান্নাসহ তাঁদের সহযোগীরা। এ সময় মুক্তিরগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে মামুনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মামুনকে ছুরিকাঘাত করা হয়। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র, ভাঙা ইট-পাথর, কাচের বোতল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে গুরুতর আহত হন সাইফুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
প্রায় তিন ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ছাতক-গোবিন্দগঞ্জ-দোয়ারাবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় সংঘর্ষকারীরা গোলচত্বর এলাকায় বেশ কটি দোকানে ভাঙচুর করেছে। একটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। ছাতক থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়েছে। দোয়ারাবাজার থানার পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট সংঘর্ষ নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।
ছাতক সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক সাইফুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহারের পরিসংখ্যান এই মুহূর্তে সঠিক বলা যাচ্ছে না। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।’
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় প্রায় ২০ জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
ছাতক পৌর শহরের ভাসখালা ও কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষে ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত সুরমা ব্রিজের গোলচত্বর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত সাইফুল ইসলাম, মামুন ও সজীবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সাইফুল ইসলামের মৃত্যু হয়। সাইফুল ইসলাম মুক্তিরগাঁও গ্রামের চমক আলীর ছেলে। এ ঘটনায় ওই এলাকার রাজ্জাক, জসিম, কুটিলাল, আফতাব উদ্দিনসহ আহত অনেকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার গোলচত্বর এলাকায় তরুণ-তরুণী টিকটক ভিডিও করার সময় তাঁদের বাধা দেন ভাসখালা গ্রামের আহাদ মিয়ার ছেলে রাজ্জাক, আহমদ আলীর ছেলে মান্নাসহ তাঁদের সহযোগীরা। এ সময় মুক্তিরগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে মামুনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মামুনকে ছুরিকাঘাত করা হয়। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র, ভাঙা ইট-পাথর, কাচের বোতল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে গুরুতর আহত হন সাইফুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
প্রায় তিন ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ছাতক-গোবিন্দগঞ্জ-দোয়ারাবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় সংঘর্ষকারীরা গোলচত্বর এলাকায় বেশ কটি দোকানে ভাঙচুর করেছে। একটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। ছাতক থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়েছে। দোয়ারাবাজার থানার পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট সংঘর্ষ নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।
ছাতক সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক সাইফুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহারের পরিসংখ্যান এই মুহূর্তে সঠিক বলা যাচ্ছে না। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।’
নওগাঁর রাণীনগরে সড়কে রশি দিয়ে পথ আটকে এক ব্যক্তির মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল কেড়ে নিয়ে গেছে ছিনতাইকারী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেনওগাঁর রাণীনগরে এবার এক হতদরিদ্র বৃদ্ধের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিয়ালা গ্রামের বৃদ্ধ নাসির উদ্দীন মণ্ডলের গরু তিনটি চুরি হয়। এ ঘটনায় থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
২৫ মিনিট আগেআওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে মহাসড়ক অবরোধ করা হয়। এতে উত্তরার আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগেশেরপুরের নকলায় শামছুর রহমান আবুল (৬৫) নামের ইউনিয়ন আওয়ামী লীগের এক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৯ মে) ভোররাতে নকলা পৌরসভার জালালপুর এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে নকলা থানা–পুলিশ।
১ ঘণ্টা আগে