Ajker Patrika

কমলগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

কমলগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

কুমিল্লার ঘটনার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জে আটটি পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয়সহ প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। মুন্সীবাজার ইউনিয়নের মইদাইল পূজামণ্ডপের দায়েরকৃত মামলায় প্রধান আসামি মাওলানা আব্দুল করিমকে (৪০) গ্রেপ্তার করে গত শনিবার দুপুরে মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে কামারছড়া চা বাগান মণ্ডপ কমিটির দায়েরকৃত মামলায় তারেকুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করে গতকাল রোববার মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে। 

মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শন সুরুজ আলী ও ফয়েজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে আলীনগর ইউনিয়নের ও কামারছড়া চা বাগান মণ্ডপ কমিটির পক্ষ থেকে প্রতিমা ভাঙচুরের মামলায় কোন আসামিকে গ্রেপ্তার না করায় গত শনিবার সকালে কামারছড়া চা বাগানের শ্রমিকেরা কাজে যোগদান করার আগে এক ঘণ্টা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। কমলগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ রোববার দিনভর কমলগঞ্জ উপজেলার আক্রান্ত মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। 

প্রতিমা ভাঙচুরের মামলায় কোন আসামিকে গ্রেপ্তার না করায় মানববন্ধনউপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব এবং উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস জানান, শান্তির জনপদ কমলগঞ্জ উপজেলায় এবারের শারদীয় দুর্গোৎসবে এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে, তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি চায় না। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া গেলে এই নৈরাজ্য আরও বাড়বে। 

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, 'বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে। পুলিশ সার্বক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত