Ajker Patrika

দণ্ডিত আসামি হয়ে লন্ডনে বসে দেশ চালানো যায় না: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
দণ্ডিত আসামি হয়ে লন্ডনে বসে দেশ চালানো যায় না: পরিকল্পনামন্ত্রী

তারেক রহমানকে উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দণ্ডিত আসামি হয়ে লন্ডনে বসে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে আগে দেশে আসতে হবে। অন্য দেশে কথা বলে বাংলাদেশের উপকার করা যাবে না। বাংলাদশের উপকার করতে হলে দেশে আসতে হবে। গ্রামগঞ্জের গরিব-দুঃখী মানুষের পাশে থাকতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, গত ১৫ বছরে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, যোগাযোগ ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে। সরকারের ধাবাবারিক উন্নয়নের জন্য আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

শহীদ স্মৃতি সংসদের সভাপতি নূর মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

এরআগে এলজিইডি বাস্তবায়নে ৯৬ লাখ ৭৮ হাজার ২০০ টাকা ব্যয়ে ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ৯০ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা ব্যয়ে মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত