Ajker Patrika

রাতে গ্রামবাসীর ডাকাত ডাকাত রব, পুলিশ বলছে গুজব

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ১৯: ১৯
রাতে গ্রামবাসীর ডাকাত ডাকাত রব, পুলিশ বলছে গুজব

আকস্মিক বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মানুষ। এদিকে এ এলাকায় এক সপ্তাহের বেশি সময় বিদ্যুৎ নেই। দুর্ভোগ কাটিয়ে উঠতে শারীরিক-মানসিক কষ্টের পর যখন রাতে ঘুমাতে যাবে, তখন গ্রামের মানুষের কণ্ঠে শোনা যায় ডাকাত ডাকাত রব। সর্বশেষ গতকাল শনিবার রাতসহ এক সপ্তাহে পাঁচ দিনই বিভিন্ন গ্রামে ডাকাতের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। তবে পুলিশের দাবি, এটা সম্পূর্ণ গুজব ছাড়া আর কিছু নয়! 

স্থানীয় লোকজন বলছেন, গতকাল শনিবার রাত দেড়টায় উপজেলার উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের লোকজন হঠাৎ ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। এতে পার্শ্ববর্তী গ্রাম উত্তর কামলাবাজ ও সাচনা গ্রামের মানুষও ঘুম ভেঙে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। শুরু হয় মসজিদের মাইকেও সতর্কবার্তা। এতে মধ্যরাতে এলাকাজুড়ে এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। এদিকে উপজেলার হাওর-অধ্যুষিত বেহেলী ও ফেনারবাঁক ইউনিয়নের হাওরের মাঝে থাকা ছোট ছোট গ্রামগুলোর বাসিন্দাদের মনেও দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। প্রতি রাতেই দল বেঁধে এলাকার যুবকেরা মিলে পাহারা দেন গ্রামগুলো। 

তবে ডাকাতির এমন খবরে পুলিশ মাঠে নেমে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কোনো ঘটনার সত্যতা পায়নি বলে জানিয়েছে। এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘যে কয়টি এলাকায় ডাকাতির খবর এসেছে, আমরা সেসব জায়গায় গিয়েছি। ডাকাতির কোনো ঘটনার সত্যতা পাইনি। তবে গভীর রাতে হাওরে অপরিচিত নৌকা এসেছিল এর সত্যতা মিলেছে। এ ছাড়াও প্রতি রাতে আমাদের পুলিশ বাহিনী টহল দিচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত