Ajker Patrika

মৌলভীবাজারে সড়কজুড়ে দোকান-স্ট্যান্ড, যানজটে চরম ভোগান্তি

মাহিদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার) 
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সড়কের ওপর সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। ছবি: আজকের পত্রিকা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সড়কের ওপর সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের বিভিন্ন শহর ও বাজার এলাকায় সড়কের জায়গা দখল করে বসানো হয়েছে দোকান। গড়ে তোলা হয়েছে যানবাহনের স্ট্যান্ড। এতে করে চলাচলের পথ সরু হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।

মৌলভীবাজার পৌর শহর, শমশেরনগর, মুন্সিবাজার, আদমপুর, শ্রীমঙ্গল শহর, রবিরবাজার, ব্রাহ্মণবাজার, কুলাউড়া, টেংরাবাজার ও রাজনগর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। অনেক জায়গায় সড়কের অর্ধেক অংশ সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের স্ট্যান্ডের দখলে চলে গেছে। এ ছাড়া সড়কের ওপর গাড়ি পার্ক করে রাখা হয়।

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারের ভেতর দিয়ে গেছে চাতলাপুর চেকপোস্ট সড়ক। এখানে সড়কে অটোরিকশা, পিকআপ, মাইক্রোবাস ও ইজিবাইকের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এ ছাড়া সড়কের জায়গা দখল করে বিভিন্ন দোকান গড়ে তোলা হয়েছে। এখানে কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই। এ জন্য বেশির ভাগ সময় যানজট লেগেই থাকে। ফলে বাজারের ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।

কুলাউড়া ও রাজনগর উপজেলার কয়েকটি বাজারের ব্যবসায়ীরা জানান, এখানকার সড়কে অনেক দিন ধরে সড়ক ও জনপথ বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান চালানো হয় না। এ কারণে যে যাঁর মতো বাজারের ভেতর গাড়ি পার্ক করে রাখেন। দোকানের সামনে গাড়ি পার্ক করে রাখলে ব্যবসায়ীদের লোকসান হয়।

স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ, নাজমুল ইসলামসহ কয়েকজন বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করলে হয়তো সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমে আসত।

জেলা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন বাজার এলাকায় সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য চিঠি পাঠানো হবে। যদি তাঁরা নিজ ইচ্ছায় সরে না যান, তাহলে জেলা প্রশাসকের সহযোগিতায় তাঁদের উচ্ছেদ করা হবে।

এ বিষয়ে কথা হলে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা অবৈধভাবে সড়কের জায়গা দখল করে আছেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব।’

যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সড়ক বিভাগ যদি আমাদের সহযোগিতা চায় তাহলে সহযোগিতা করব। যাঁরা সড়কের জায়গা দখল করে গাড়ি পার্ক করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত